পিএসসি সংস্কারের দাবিতে শাহবাগ ‘ব্লকেড’


saurav/1751627470-fbaaafc3baa77b84e0de242c52676b25.jpg

সরকারি কর্ম কমিশন (পিএসসি) সংস্কারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে ‘ব্লকেড’ কর্মসূচি পালন করছেন চাকরিপ্রত্যাশী ও শিক্ষার্থী। এতে শাহবাগ মোড়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

শুক্রবার (৪ জুলাই) বিকেলে ছাত্র সমাবেশের ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে এসে আন্দোলনকারীরা শাহবাগে অবস্থান নেন।

এ সময় তারা ‘পিএসসির কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘সংস্কার সংস্কার, পিএসসি সংস্কার’, ‘ইন্টেরিম না রাজপথ, রাজপথ রাজপথ’সহ নানা স্লোগান দিতে থাকেন।

আন্দোলনকারীরা বলেন, ৪৪, ৪৫ ও ৪৬তম বিসিএসের প্রশ্নফাঁসের কথা সবাই জানে। তবু সরকার কার্যত কোনো সমাধান সরকার করতে পারেনি। তারা এসব পরীক্ষার ফলাফলের সঙ্গে প্রিলি, রিটেন ও ভাইভার নম্বরও চান।

আন্দোলনকারীরা বলেন, ‘আমরা পিএসসির সংস্কার চাই। দুই দিন পরপর আন্দোলন নামতে পারব না।’

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×