ভোটাররা ২০০ টাকায় ভোট বিক্রি করেন: হাসনাত আব্দুল্লাহ
- পঞ্চগড় প্রতিনিধি
- প্রকাশঃ ০৯:৪৯ পিএম, ০৪ জুলাই ২০২৫

পঞ্চগড়ে এক উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ভোটের সময় অর্থের বিনিময়ে ভোটাধিকার বিক্রি করলে দেশে কখনো যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে না।
শুক্রবার (৪ জুলাই) দুপুরে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার ফকিরগঞ্জ বাজারে এনসিপির উপজেলা কার্যালয়ের উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, “আমাদের দেশের অনেক ভোটার ২০০ টাকার বিনিময়ে তাদের ভোটাধিকার বিক্রি করেন। কিন্তু যারা টাকা দিয়ে ভোট কেনে, তারা ক্ষমতায় গিয়ে পাঁচ বছর জনগণকে শোষণ ও নির্যাতন করে। তাই ভোটকে একদিনের লেনদেন হিসেবে দেখবেন না।”
হাসনাত আরও বলেন, “একটি ভোট পাঁচ বছরের জন্য একজনকে দেশ পরিচালনার সুযোগ দেয়। সুতরাং এই একদিনের সিদ্ধান্তে ভুল করলে তার মাশুল দিতে হয় দীর্ঘ সময় ধরে।”
অনুষ্ঠানে এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমও উপস্থিত ছিলেন। দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার বিকেলে তারা পঞ্চগড়ে পৌঁছান।
ঢাকাওয়াচ/এমএস