হবিগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
- হবিগঞ্জ প্রতিনিধি
- প্রকাশঃ ০৯:৩০ পিএম, ০৪ জুলাই ২০২৫

হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুর এলাকা থেকে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।
শুক্রবার (৪ জুলাই) ভোরে র্যাব-৯ এর শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি বিশেষ দল এ অভিযান পরিচালনা করে।
গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন– ভোলা জেলার দৌলতখান উপজেলার চরসবি গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে মো. হান্নান (৩৮) এবং হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার রসুলপুর গ্রামের মো. সেলিমের ছেলে মো. জামাল মিয়া (২৭)।
র্যাব-৯, সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কেএম শহিদুল ইসলাম সোহাগ শুক্রবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় র্যাবের একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় ৩০ কেজি গাঁজাসহ দুইজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
ঢাকাওয়াচ/এমএস