রূপালী ব্যাংকে জিম্মি সকলে মুক্ত, তিন ডাকাতকে নিয়ে গেল যৌথ বাহিনী


রূপালী ব্যাংকে জিম্মি সকলে মুক্ত, তিন ডাকাতকে নিয়ে গেল যৌথ বাহিনী

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় ঢুকা তিন ডাকাত আত্মসমর্পণ করেছেন। পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনীর প্রায় সাড়ে তিন ঘণ্টার অভিযানে ডাকাত দল আত্মসমর্পণ করে। এ সময় তাদের কাছে থেকে দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে যৌথবাহিনী। এর ফলে রূপালী ব্যাংকের জিনজিরা শাখায় জিম্মি সবাই মুক্ত হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় সাড়ে পাঁচটার দিকে ডাকাত দলের তিনজন আত্মসমর্পণ করেন। আত্মসমর্পণের পর সকল ডাকাতকে গাড়িতে করে নিয়ে গেছে যৌথ বাহিনী। তবে, এ ঘটনায় কোন হতাহত হয়নি।

আইনশৃঙ্খলাবাহিনী জানান, বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে ডাকাতরা ব্যাংকে ঢুকে। এ সময় পাশের মসজিদের মাইক থেকে ডাকাতির খবর জানানো হলে স্থানীয় কয়েক শত লোক ব্যাংকের ওই শাখা ঘিরে ফেলে ও বাইরে থেকে তালা ঝুলিয়ে দেন। এ সময় ব্যাংকের কর্মকর্তা কর্মচারী ও গ্রাহকসহ অন্তত ১৫ জন জিম্মি ছিলেন।

এরপর পুলিশ, র‍্যাব সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ব্যাংকের ওই শাখাটিতে অভিযান চালান। এই সময় ডাকাত দলের সদস্যদের সঙ্গে পুলিশ বার বার সমঝোতার চেষ্টা করেন। কিন্তু, কোনভাবেই রাজি হচ্ছিল না ডাকাত দল। পরে আইন শৃঙ্খলাবাহিনীর সাড়ে তিন ঘন্টার অভিযানের পর ডাকাত দল আত্বসমর্পস করতে বাধ্য হয়। জিম্মিদের কেউ হতাহত হয়নি। 

এর আগে ঢাকা রেঞ্জের ডিআইজি একেএম আওলাদ হোসেন সংবাদ মাধ্যমকে বলেন, ‘ডাকাত দলের সদস্যরা দুইটি দাবি করেছে, প্রথমটি হচ্ছে লুটকৃত ১৫ লক্ষ টাকা তারা নিতে চায়, দ্বিতীয়ত তাদেরকে নিরাপদ স্থানে ছেড়ে দিতে হবে।’

দক্ষিণ কেরানীগঞ্জ থানার দায়িত্বরত কর্মকর্তা পীযূষ সরকার বলেন, ‘আজ বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে ডাকাতের খবর পাওয়া যায়। পরে ঘটনাস্থলে পুলিশ যায়। এরপর র‍্যাব ও সেনাবাহিনীও অভিযানে যোগ দেয় ও ব্যাংকটি ঘিরে রাখে।’

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×