শাহজালালে সাড়ে সাত কোটি টাকার স্বর্ণসহ পাঁচ যাত্রী আটক


30 November/Gold Shahajalal.jpg

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়া থেকে আসা পাঁচ যাত্রীকে সাত কেজি স্বর্ণসহ আটক করেছে ঢাকা কাস্টমস হাউজ। জব্দ করা স্বর্ণের বাজার মূল্য প্রায় সাত কোটি ৫০ লাখ টাকা।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিমানবন্দর কাস্টমসের যুগ্ম কমিশনার মো. আল আমিন এ তথ্য জানিয়েছে।

আটকরা হলেন রুবেল হোসেন (২২), দুলাল আহম্মেদ (৩৫), সামিউল ইসলাম (৩৩), সবুজ আলি (২৪) ও সাগর মিয়া (২৭)।

ঢাকা কাস্টমস হাউজ জানিয়েছে, মালয়েশিয়া থেকে আসা এয়ার এশিয়ার একটি ফ্লাইট সোমবার (২ ডিসেম্বর) রাত আড়াইটায় বিমানবন্দরে নামে। এরপর সাড়ে তিনটার দিকে বাটিক এয়ারের আরেকটি ফ্লাইটও বিমানবন্দরের অবতরণ করে। এরপর গোপন তথ্যের ভিত্তিতে দুইটি উড়োজাহাজের পাঁচ সন্দেহভাজন যাত্রীর আনা মালপত্রের সঙ্গে কম্বলে প্যাঁচানো ওয়েল্ডিং মেশিন চিহ্নিত করা হয়।

তারপর স্ক্যান করে প্রতিটি ওয়েল্ডিং মেশিনের কয়েলের ভিতরে মোট পাঁটি স্বর্ণের চাকতি, দুইটি সোনার টুকরা ও ১০০ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়। জব্দ করা এসব সোনার ওজন প্রায় সাত কেজি।

আটক পাঁচজনের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা দায়ের প্রক্রিয়া চলছে বলে কাস্টমস হাউজ জানিয়েছে।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×