বাংলাদেশকে দুই হাজার ২৬৫ কোটি টাকা ঋণ দিচ্ছে জার্মানি


বাংলাদেশকে দুই হাজার ২৬৫ কোটি টাকা ঋণ দিচ্ছে জার্মানি

বাংলাদেশকে বিভিন্ন প্রকল্পে ১৮ কোটি আট লাখ ইউরো বা প্রায় দুই হাজার ২৬৫ কোটি টাকার ঋণ দিচ্ছে জার্মানি। 

এ বিষয়ে বৃহস্পতিবার (২৮ নভেম্বর) অন্তর্বর্তী সরকার ও জার্মানির মধ্যে একটি চুক্তি সই হয়েছে। এতে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব শাহরিয়ার কাদের সিদ্দিকী ও ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত অ্যাকহিম ট্রসটার চুক্তিতে সই করেন।

ইআরডি থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘মোট ঋণ থেকে রিনিউয়েবল এনার্জি অ্যান্ড এনার্জি এফিসিয়েন্সি প্রকল্পের খরচ হবে পাঁচ কোটি ইউরো। এ ছাড়া, সাসটেইনেবল আরবান ডেভেলপমেন্ট প্রকল্পে নয় কোটি ৫৫ লাখ ইউরো, টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল অ্যাডুকেশন অ্যান্ড ট্রেনিং (টিভিইডি) প্রকল্পের জন্য ৫০ লাখ ইউরো, সোশ্যালি অ্যান্ড ইনভারমেন্টালি সাউন্ড সাপ্লাই চেইনস, ট্রেড অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার প্রকল্পে এক কোটি ২০ লাখ ইউরো, প্রডাকশন অব বায়োডাইভার্সিটি প্রকল্পে ৬০ লাথ ইউরো খরচ করা হবে। এ ছাড়া, শিশু ও নারীদের গৃহকর্মে নির্যাতন প্রতিরোধ সংক্রান্ত প্রকল্পের জন্য ব্যয় করা হবে ৭০ লাখ ইউরো।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×