নরেন্দ্র মোদীর শপথ: শুক্রবার ভারত যাচ্ছেন শেখ হাসিনা


নরেন্দ্র মোদীর শপথ: শুক্রবার ভারত যাচ্ছেন শেখ হাসিনা

ঢাকা: টানা তৃতীয়বার বিজয়ী ভারতের সদ্য সাবেক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে তার মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠানে যোগ দিতে আগামী শুক্রবার (৭ জুন) ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায়।

এর আগে গত বুধবার (৫ জুন) রাতে শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে আলাপকালে তাকে ভারতের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান নরেন্দ্র মোদী।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×