নৌপরিবহন অধিদপ্তর প্রদত্ত একটি আইডি কার্ড হারানো বিজ্ঞপ্তি
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ০৬:০৫ পিএম, ০৪ আগস্ট ২০২৫

বাংলাদেশ নৌপরিবহন অধিদপ্তর প্রদত্ত একটি আইডি কার্ড গত (২৯ জুলাই, ২০২৫) মঙ্গলবার হারিয়ে গিয়েছে।
বাংলাদেশ নৌপরিবহন অধিদপ্তর প্রদত্ত হারিয়ে যাওয়া আইডি কার্ডের বিষয়ে একটি সাধারন ডায়েরি করা হয় রাজধানীর খিলগাঁও থানা, ডিএমপি তে ।
সাধারন ডায়েরির একটি কপি উপস্থান করা হলো -
নাম: মেহেদী হাসান (২১) , গত ২৯, জুলাই ২০২৫, মঙ্গলবার , বাংলাদেশ নৌপরিবহন অধিদপ্তর প্রদত্ত আমার এসআইডি নং:০৫০০১৬৪৪২, ইস্যু তারিখ: ১৩.১২.২০২৩। জিডি নং- ২৭৮৩, রোস্টার বুক:CS-22S30 V-26, জিডি নং :২৭৮১, ৬ টা COP (certificate OF PROFICIENCY): 1.0182676 , 2.0182677 , 3.0182678, 4.0182679, 5.0182680, 6.0182681.
যদি কোনো স্ব-হৃদয়বান ব্যাক্তি আইডি কার্ড পেয়ে থাকেন উপরোক্ত যথাযথ ঠিকানায় পৌছে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।