শীতকালে খুশকি দূর করুন ঘরোয়া তিন উপায়ে


শীতকালে খুশকি দূর করুন ঘরোয়া তিন উপায়ে

শীতকালে খুশকি একটি সাধারণ সমস্যা। তবে, সঠিক যত্নের মাধ্যমে এটি দূর করা সম্ভব। তিনটি ঘরোয়া কার্যকর উপায়ে খুশকি দূর করা যায়।

তেল ব্যবহার করুন-

নারকেল তেল বা অলিভ অয়েল: হালকা গরম তেল স্ক্যাল্পে ম্যাসাজ করুন। এটি স্ক্যাল্পকে আর্দ্র রাখে ও খুশকি দূর করতে সাহায্য করে।

টি ট্রি অয়েল: এর অ্যান্টি-ফাঙ্গাল গুণ খুশকি কমাতে কার্যকর। এক বা দুই ফোঁটা টি ট্রি অয়েল নারকেল তেলের সঙ্গে মিশিয়ে ব্যবহার করতে পারেন।

বেকিং সোডা ব্যবহার করুন: এক চামচ বেকিং সোডা স্ক্যাল্পে সরাসরি ঘষুন। এটি অতিরিক্ত তেল ও মৃত কোষ দূর করে। ১০ মিনিট রেখে হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।

 
ঘরোয়া প্যাক ব্যবহার করুন-

দই ও লেবুর প্যাক: এক কাপ দইয়ের সঙ্গে এক চামচ লেবুর রস মিশিয়ে স্ক্যাল্পে লাগান। ২০-৩০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এটি খুশকি দূর করতে ও স্ক্যাল্পকে শীতল রাখতে সাহায্য করে।

মেথি বীজ: মেথি বীজ ভিজিয়ে পেস্ট তৈরি করে স্ক্যাল্পে লাগান। এটি খুশকির জন্য খুবই কার্যকর।
 

পরামর্শ: মাথার ত্বক পরিষ্কার ও আর্দ্র রাখুন; শীতকালে গরম পানির পরিবর্তে কুসুম গরম পানি ব্যবহার করুন; পুষ্টিকর খাবার গ্রহণ করুন, বিশেষ করে ভিটামিন বি এবং জিঙ্ক সমৃদ্ধ খাবার এবং আপনার স্ক্যাল্পের সমস্যা যদি দীর্ঘস্থায়ী হয়, তবে ডার্মাটোলজিস্টের পরামর্শ নিন। 

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×