প্রয়োজন পূরণ ও দুশ্চিন্তা দূর করতে সালাতুল হাজতের ফজিলত ও পদ্ধতি


প্রয়োজন পূরণ ও দুশ্চিন্তা দূর করতে সালাতুল হাজতের ফজিলত ও পদ্ধতি

আল্লাহর কাছে নিজের চাওয়া-পাওয়ার কথা জানানো ও দুশ্চিন্তা থেকে মুক্তি কামনার অন্যতম সুন্দর উপায় হলো সালাতুল হাজত— যা একটি বিশেষ নফল নামাজ হিসেবে পরিচিত।

মানুষ যখন কোনো বিশেষ প্রয়োজন, মানসিক অশান্তি বা কঠিন পরিস্থিতিতে পড়ে, তখন এই নামাজ আদায় করে আল্লাহর সাহায্য প্রার্থনা করা যায়। সালাতুল হাজতের জন্য কোনো নির্দিষ্ট সময় বা দিন নির্ধারিত নেই। তিনটি নিষিদ্ধ ও মাকরুহ সময় বাদে দিনের যেকোনো সময়ই এ নামাজ আদায় করা যায়, যতবার ইচ্ছা।

সালাতুল হাজতের আলাদা কোনো নিয়ম নেই। সাধারণ নামাজের মতোই সুন্নত পদ্ধতিতে অজু করে দুই রাকাত নফল নামাজ পড়তে হয়। চাইলে চার রাকাতও আদায় করা যেতে পারে। নামাজ শেষে আল্লাহর প্রশংসা, নবী করিম (সা.)–এর ওপর দরুদ পাঠ করে নিজের প্রয়োজন ও মনোবাসনা আল্লাহর কাছে দোয়ার মাধ্যমে প্রকাশ করা উত্তম।

সালাতুল হাজত শেষে পড়ার দোয়া

আরবি:

لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ الْحَلِيمُ الْكَرِيمُ سُبْحَانَ اللَّهِ رَبِّ الْعَرْشِ الْعَظِيمِ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ أَسْأَلُكَ مُوجِبَاتِ رَحْمَتِكَ وَعَزَائِمَ مَغْفِرَتِكَ وَالْغَنِيمَةَ مِنْ كُلِّ بِرٍّ وَالسَّلاَمَةَ مِنْ كُلِّ إِثْمٍ لاَ تَدَعْ لِي ذَنْبًا إِلاَّ غَفَرْتَهُ وَلاَ هَمًّا إِلاَّ فَرَّجْتَهُ وَلاَ حَاجَةً هِيَ لَكَ رِضًا إِلاَّ قَضَيْتَهَا يَا أَرْحَمَ الرَّاحِمِينَ

উচ্চারণ:

লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল কারিম, সুবহানাল্লাহি রাব্বিল আরশিল আজিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসআলুকা মুজিবাতি রাহমাতিক, ওয়া আজা-ইমা মাগফিরাতিক, ওয়াল গানিমাতা মিন কুল্লি বিররিন, ওয়াস সালামাতা মিন কুল্লি ইছমিন, লা তাদাঅলি জাম্বান ইল্লা গাফারতাহু, ওয়ালা হাম্মান ইল্লা ফাররাজতাহু, ওয়ালা হাজাতান হিয়া লাকা রিদান ইল্লা কাজাইতাহা, ইয়া আরহামার রাহিমিন।

অর্থ:

আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। তিনি সহনশীল ও দয়ালু, সকল ত্রুটি থেকে মুক্ত। মহান আরশের অধিপতি। সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি সমগ্র বিশ্বের রব। হে আল্লাহ! আমি আপনার রহমত লাভের সকল কারণ, ক্ষমা ও মাগফিরাত অর্জনের উপায়, নেক কাজের সাফল্য এবং গুনাহ থেকে নিরাপত্তা প্রার্থনা করছি। আমার কোনো পাপ যেন ক্ষমা ছাড়া না থাকে, কোনো দুশ্চিন্তা যেন মুক্তি ছাড়া না থাকে এবং আপনার সন্তুষ্টিজনক কোনো প্রয়োজন যেন পূরণ ছাড়া না থাকে। হে পরম দয়ালু। (তিরমিজি, হাদিস : ৪৭৯; ইবনু মাজাহ, হাদিস : ১৩৮৪)

হাদিসে বর্ণিত এই দোয়াটি সালাতুল হাজতের পর বিশেষভাবে পাঠ করা যায়। তবে এটি বাধ্যতামূলক নয়। আপনি চাইলে নিজের ভাষায়, নিজের প্রয়োজন অনুযায়ীও দোয়া করতে পারেন— এতে কোনো সমস্যা নেই।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×