আজ পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম
- ইসলাম ডেস্ক
- প্রকাশঃ ০১:০০ পিএম, ০৪ অক্টোবর ২০২৫

আজ শনিবার (৪ অক্টোবর) পালিত হচ্ছে পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম। সারা দেশে ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে দিবসটি পালন করা হবে।
গাউসুল আযম, বড় পীর হজরত আবদুল কাদের জিলানি (রহ.)-এর ওফাত দিবসটি মুসলমানদের মধ্যে ‘ফাতেহা-ই-ইয়াজদাহম’ নামে পরিচিত। হিজরি ৫৬১ সালের রবিউস সানি মাসের ১১ তারিখে এই মহান ইসলামী সাধক ও আধ্যাত্মিক ব্যক্তিত্ব ইন্তেকাল করেন। তৎপরবর্তী সময়ে থেকে দিনটি প্রতি বছর বিশ্বজুড়ে মুসলমানরা শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে স্মরণ করেন।
ইয়াজদাহম ফারসি শব্দ, যার অর্থ এগারো। আর ‘ফাতেহা-ই-ইয়াজদাহম’ বোঝায় রবিউস সানি মাসের ১১তম দিন, যখন হজরত আবদুল কাদের জিলানি (রহ.) দুনিয়াবিখ্যাত আধ্যাত্মিক সাধকেরূপে প্রয়াণ করেন।
এই উপলক্ষে রাজধানীসহ দেশের বিভিন্ন মসজিদ, খানকা, মাদরাসা ও দরবারে কোরআন তেলাওয়াত, মিলাদ, দোয়া ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে। এছাড়া বিভিন্ন ধর্মীয় সংগঠন ও সুফি দরবারেও ওয়াজ-মাহফিলের মাধ্যমে দিবসটি পালন করা হচ্ছে।
মুসলমানদের বিশ্বাস, গাউসুল আযম (রহ.)-এর শিক্ষা ও আধ্যাত্মিক জীবন মানবকল্যাণ, সত্য, ন্যায় ও ধর্মপ্রাণ জীবনের প্রতীক। তাঁর অনুসারীরা আজকের দিনটিকে আত্মশুদ্ধি, ভক্তি ও ধার্মিক জীবনকে অঙ্গীকারের দিন হিসেবে পালন করেন।