ওয়ার্ল্ড সুমুদ
প্রভু হে! একটি জলযান হলেও তুমি সৈকতে ভিড়তে দাও: আজহারি
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ০৫:৩১ পিএম, ০২ অক্টোবর ২০২৫

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার দিকে যাওয়া ত্রাণবাহী ‘ওয়ার্ল্ড সুমুদ’ ফ্লোটিলার ৩৯টি জাহাজ দখলদার ইসরায়েলের নৌবাহিনী আটক করেছে। ফলে কেবল একটি জাহাজই এখন গাজার উদ্দেশ্যে এগোচ্ছে, জানিয়েছেন আয়োজকরা। খবর রয়টার্সের।
আটককৃত জাহাজগুলোতে পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গসহ প্রায় ৫০০ জন মানবাধিকারকর্মী ছিলেন। গতকাল রাতের ঘটনায় আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েলি নৌ কমান্ডোরা হঠাৎ হামলা চালায় এবং জাহাজগুলোতে উঠে কর্মীদের আটক করা শুরু করে।
এই পরিস্থিতিতে ত্রাণবাহী জাহাজগুলো নিয়ে আল্লাহর দরবারে বিশেষ প্রার্থনা করেছেন জনপ্রিয় ইসলামি স্কলার মিজানুর রহমান আজহারি। আজ দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এক স্ট্যাটাসে বলেন,
‘প্রভু হে! একটি জলযান হলেও তুমি সৈকতে ভিড়তে দাও। অভুক্ত ভাইবোনেরা অধীর আগ্রহে তাদের অপেক্ষা করছে।’
উল্লেখ্য, আগস্টের শেষ দিক থেকে ৪০টিরও বেশি জাহাজে খাদ্য ও ওষুধ নিয়ে অধিকারকর্মীরা গাজার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলেন। তাদের সঙ্গে ছিলেন আইনজীবীরাও। এ অভিযান মূলত গাজার উপকূলে ইসরায়েলের অবৈধ অবরোধ ভাঙার লক্ষ্য নিয়ে পরিচালিত হচ্ছিল।