
ইরানে সরকারবিরোধী বিক্ষোভকারীদের উদ্দেশে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন দেশের অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মোভাহেদি আজাদ। তিনি বলেছেন, যারা বিক্ষোভে অংশগ্রহণ করবে, তাদের আল্লাহর শত্রু হিসেবে গণ্য করা হবে এবং দোষী সাব্যস্ত হলে আইন অনুযায়ী মৃত্যুদণ্ড কার্যকর করা হবে।
শনিবার রাতে ইরানজুড়ে ব্যাপক বিক্ষোভ দেখা গেছে। কোথাও কোথাও বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষও হয়েছে। তথ্য অনুসারে, গত তিন দিনে সংঘর্ষে কয়েক শত বিক্ষোভকারী নিহত বা আহত হয়েছেন।
মূল্যস্ফীতি ও অর্থনৈতিক সমস্যা নিয়ে প্রতিবাদ জানাতে ২৮ ডিসেম্বর ইরানে বিক্ষোভ শুরু হয়। দ্রুতই এই আন্দোলন রাজনৈতিক রূপ নেয়। দুই সপ্তাহ ধরে চলা বিক্ষোভে কিছু প্রতিবাদকারী ইসলামি প্রজাতন্ত্রের অবসানও দাবি করছেন।
তেহরানের চিকিৎসকদের বরাত দিয়ে মিডল ইস্ট আই জানিয়েছে, রাজধানীর মাত্র ছয়টি হাসপাতালে অন্তত ২১৭ বিক্ষোভকারীর মৃত্যু রেকর্ড করা হয়েছে। নিহতদের বেশিরভাগই গুলিবিদ্ধ ছিলেন। হাসপাতালগুলোতে হতাহতদের ভিড় উপচে পড়েছে।