
ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালানোর পরিবর্তে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেপ্তার করে আন্তর্জাতিক আদালতে বিচারের মুখোমুখি করা উচিত ছিল বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ।
শনিবার (১০ জানুয়ারি) জিও টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই বক্তব্য দেন।
সাক্ষাৎকারে খাজা আসিফ ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের অভিযানের তীব্র সমালোচনা করেন এবং দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর গ্রেপ্তারকে কার্যত অপহরণ হিসেবে আখ্যা দেন। একই সঙ্গে তিনি বলেন, ইসরায়েলের ক্ষেত্রে যদি এমন কোনো পদক্ষেপ নেওয়া হতো, তাহলে সেটিকে ন্যায্য বলা যেত।
উল্লেখ্য, কয়েক দিন আগে এক অভিযানে নিকোলাস মাদুরোকে আটক করার পর যুক্তরাষ্ট্র তার বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগ তোলে। তবে মাদুরো বরাবরই এসব অভিযোগ প্রত্যাখ্যান করে আসছেন।