
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ডকে নিয়ন্ত্রণে নেওয়ার পরিকল্পনার জবাবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) মার্কিন সংস্থাগুলোর ওপর সম্ভাব্য নিষেধাজ্ঞা আরোপের দিকে ভাবছে।
রোববার (১১ ডিসেম্বর) সানডে টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, কোম্পানিগুলোর পাশাপাশি ইইউ আরও একটি বিকল্প হিসেবে বিবেচনা করতে পারে: ইউরোপ, মধ্যপ্রাচ্য এবং অন্যান্য অঞ্চলে গুরুত্বপূর্ণ ‘স্টেজিং পোস্ট’ থেকে নিজেদের সরিয়ে নেওয়া।
প্রতিবেদন অনুযায়ী, মেটা, গুগল, মাইক্রোসফ্ট এবং এক্স-এর মতো প্রযুক্তি জায়ান্টদের ইউরোপে কার্যক্রম সীমিত বা স্থগিত করা হতে পারে। এছাড়াও, আমেরিকান ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোরও এই নিষেধাজ্ঞার আওতায় আসার সম্ভাবনা রয়েছে।
গত বছরের মার্চে ট্রাম্প জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ডকে সংযুক্ত করবে। তার মতে, এই দ্বীপ যুক্তরাষ্ট্রের অংশ হওয়া উচিত। ট্রাম্প হুমকি দিয়েছিলেন, ডেনমার্ক যদি দ্বীপটি ছেড়ে না দেয়, তবে তার ওপর উচ্চ বাণিজ্য শুল্ক আরোপ করা হবে। প্রথম মেয়াদে তিনি এমনকি গ্রিনল্যান্ড কেনার প্রস্তাবও দিয়েছিলেন।
তবে ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন ট্রাম্পের উচ্চাকাঙ্ক্ষা প্রত্যাখ্যান করেছেন এবং জোর দিয়ে বলেছেন, “গ্রিনল্যান্ড ডেনমার্কের অংশ এবং ভবিষ্যতেও থাকবে।”