
ইরানে চলমান সরকারবিরোধী আন্দোলন আরও রক্তক্ষয়ী রূপ নিয়েছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি, এসব বিক্ষোভ ও সহিংসতায় নিরাপত্তা বাহিনীর অন্তত শতাধিক সদস্য প্রাণ হারিয়েছেন।
এ পরিস্থিতিতে ইরানের পার্লামেন্টের স্পিকার কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসলামি প্রজাতন্ত্রে কোনো হামলা হলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা আঘাত হানা হবে।
রাষ্ট্রীয় টেলিভিশনের তথ্যের বরাতে আল জাজিরা জানিয়েছে, শুধু ইসফাহান প্রদেশেই পুলিশ ও নিরাপত্তা বাহিনীর ৩০ জন সদস্য নিহত হয়েছেন।
এ ছাড়া আইন প্রয়োগকারী বাহিনীর বিশেষ ইউনিটের কমান্ডারের বরাতে জানানো হয়, গত ৮ ও ৯ জানুয়ারি দেশের বিভিন্ন শহরে দাঙ্গা দমনের অভিযানে নিরাপত্তা বাহিনীর আরও আট সদস্য নিহত হন।
অন্যদিকে আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিমের প্রতিবেদনে বলা হয়েছে, দেশজুড়ে চলমান সরকারবিরোধী বিক্ষোভে এ পর্যন্ত নিরাপত্তা বাহিনীর মোট ১০৯ জন সদস্য নিহত হয়েছেন।