
বিক্ষোভকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য হামলার বিরুদ্ধে কঠোর প্রতিশোধের বার্তা দিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ-বাঘের গালিবাফ।
রোববার (১১ ডিসেম্বর) সংসদ অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি জানান, কোনো হামলা চালানো হলে তেহরান ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে পাল্টা আঘাত হানবে।
ইরানি স্পিকার স্পষ্ট করে বলেন, ‘যুক্তরাষ্ট্রের সশস্ত্র আক্রমণের ক্ষেত্রে অধিকৃত অঞ্চল (ইসরায়েল) এবং মার্কিন সামরিক ও নৌ-ঘাঁটি উভয়ই আমাদের জন্য বৈধ লক্ষ্যবস্তু হবে।’
তিনি বলেন, ইরান বর্তমানে চারটি ফ্রন্টে অর্থনৈতিক, জ্ঞানীয়, সামরিক এবং সন্ত্রাসী যুদ্ধ—ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতে জড়িত। তার ভাষ্য অনুযায়ী, এসব ফ্রন্ট এখন একযোগে সক্রিয় হয়ে উঠেছে।
গালিবাফ আরও বলেন, ‘১২ দিনের যুদ্ধের সময় শত্রুরা স্থানীয় সন্ত্রাসীদের নিয়োগের পরিকল্পনা করেছিল, কিন্তু তারা ব্যর্থ হয়েছিল। এখন তারা স্থানীয় সন্ত্রাসীদের নিয়োগ করেছে। আমরা সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই করছি।’
প্রসঙ্গত, সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান বিক্ষোভকারীদের তথাকথিত ‘উদ্ধার’ করতে ওয়াশিংটনের প্রস্তুতির কথা ঘোষণা করেছিলেন।