
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি ভারতের কারাগারে বন্দি অ্যাক্টিভিস্ট উমর খালিদের কাছে একটি চিঠি পাঠিয়েছেন, যার প্রতিক্রিয়ায় ক্ষুব্ধ হয়েছে নয়াদিল্লি। খালিদ বর্তমানে ভারতের কঠোর সন্ত্রাসবিরোধী আইন ইউএপিএ-এর আওতায় পাঁচ বছরের বেশি সময় ধরে কারাগারে রয়েছেন।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই ঘটনায় সরাসরি মন্তব্য করে বলেছেন, “একটি গণতান্ত্রিক দেশের বিচার বিভাগের স্বাধীনতার প্রতি সম্মান দেখানো উচিত জনপ্রতিনিধিদের।” তিনি শুক্রবার (৯ জানুয়ারি) মন্ত্রণালয়ের সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে এ প্রতিক্রিয়া জানিয়েছেন।
উমর খালিদকে প্রথম গ্রেপ্তার করা হয় ২০২০ সালের সেপ্টেম্বর মাসে দিল্লি পুলিশের দ্বারা। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয় ২০২০ সালের ফেব্রুয়ারিতে উত্তর-পূর্ব দিল্লিতে সংঘটিত সহিংসতার সঙ্গে যুক্ত হয়ে। ওই সময় নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ)-এর পক্ষে ও বিপক্ষে থাকা বিভিন্ন গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ ঘটে।
নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি, যিনি ভারতীয় বংশোদ্ভূত, গত মাসে যুক্তরাষ্ট্রে খালিদের মা-বাবার সঙ্গে সাক্ষাৎকালে হাতে লেখা একটি নোট তুলে দেন। পরে সেই নোটটি কারাগারে থাকা খালিদের কাছে পৌঁছে যায়। নোটে তিনি খালিদের প্রতি তার সমর্থন ও সংহতি প্রকাশ করেছেন।
রণধীর জয়সওয়াল বলেন, “আমরা আশা করি, অন্য গণতান্ত্রিক দেশের জনপ্রতিনিধিরা বিচার বিভাগের স্বাধীনতার প্রতি সম্মান প্রদর্শন করবেন। ব্যক্তিগত পক্ষপাতমূলক মতামত প্রকাশ করা দায়িত্বশীল পদে থাকা ব্যক্তিদের জন্য শোভনীয় নয়। এ ধরনের মন্তব্যের পরিবর্তে নিজের ওপর অর্পিত দায়িত্ব পালনের দিকে মনোযোগ দেওয়া উচিত।”