
জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে বাংলাদেশের জনগণের প্রতি শুভকামনা জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি আশা প্রকাশ করেছেন, নির্বাচন-পরবর্তী পরিস্থিতি স্বাভাবিক হলে বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রতিবেশীসুলভ সম্পর্ক এবং আঞ্চলিক সহযোগিতা আরও দৃঢ় হবে।
শুক্রবার (২ জানুয়ারি) ভারতের চেন্নাইয়ে এক অধিবেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জয়শঙ্কর এসব কথা বলেন। তিনি বলেন, ভারতের অর্থনৈতিক অগ্রগতির সুফল প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশও পাবে—এ বিষয়ে তিনি আশাবাদী।
ভারতের অগ্রগতির প্রসঙ্গ তুলে ধরে জয়শঙ্কর বলেন, ভারত এগিয়ে গেলে তার প্রতিবেশীরাও সেই অগ্রযাত্রার অংশীদার হয়। তিনি বলেন, “আমাদের সামনে আরও অনেক সুযোগ থাকবে। এক অর্থে এটাই ছিল বাংলাদেশকে আমার বার্তা।” সম্প্রতি বাংলাদেশ সফরের অভিজ্ঞতার কথাও তিনি এ সময় উল্লেখ করেন।
এর আগে বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গভীর শোক প্রকাশ করেন। সেই শোকবার্তা ও সমবেদনা জানাতে ভারতের সরকার ও জনগণের পক্ষ থেকে ঢাকায় আসেন এস জয়শঙ্কর। সফরকালে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে প্রধানমন্ত্রী মোদীর একটি ব্যক্তিগত চিঠি হস্তান্তর করেন।
ঢাকায় তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে জয়শঙ্কর বলেন, “আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ব্যক্তিগত চিঠি হস্তান্তর করেছি এবং ভারতের সরকার ও জনগণের পক্ষ থেকে গভীর সমবেদনা জানিয়েছি।”
তিনি আরও বলেন, খালেদা জিয়ার দৃষ্টিভঙ্গি ও মূল্যবোধ ভবিষ্যতেও ঢাকা-দিল্লি অংশীদারিত্বের জন্য দিকনির্দেশনা হয়ে থাকবে।
ওই বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা উপস্থিত ছিলেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় প্রায় চার ঘণ্টা অবস্থান করেন বলে জানান ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ।