
ঢাকা-৯ সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির সাবেক নেত্রী তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) বেলা ১১টার দিকে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক রেজাউল করিম এ সিদ্ধান্ত জানান।
মনোনয়ন বাতিলের কারণ ব্যাখ্যা করে তাসনিম জারা বলেন, তার মনোনয়নপত্রে স্বাক্ষর দেওয়া দুইজন সমর্থক ঢাকা-৯ আসনের ভোটার না হওয়ায় এ সিদ্ধান্ত এসেছে। তিনি জানান, ওই দুই সমর্থক নিজেদের এই আসনের ভোটার মনে করেই স্বাক্ষর করেছিলেন। তবে নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী তারা অন্য এলাকার ভোটার হিসেবে নিবন্ধিত।
এ বিষয়ে অভিযোগ তুলে তাসনিম জারা বলেন, ‘নির্বাচন কমিশনের অনলাইন ডাটাবেজে এ ধরনের তথ্য আগেভাগে যাচাই করার কোনো সুযোগ রাখা হয়নি।’
তিনি আরও জানান, নিয়ম অনুযায়ী যতজনের স্বাক্ষর প্রয়োজন তার চেয়েও বেশি স্বাক্ষর তিনি জমা দিয়েছিলেন এবং আটজনের স্বাক্ষরের বৈধতা যাচাইও সম্পন্ন হয়েছে। মনোনয়ন বাতিলের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিলের প্রক্রিয়া শুরু করেছেন বলেও জানান তিনি।
উল্লেখ্য, ঢাকা-৯ আসনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল ২৯ ডিসেম্বর। তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র যাচাই কার্যক্রম শেষ হওয়ার কথা ৪ জানুয়ারি। প্রার্থিতা সংক্রান্ত আপত্তি থাকলে ৫ থেকে ৯ জানুয়ারির মধ্যে নির্বাচন কমিশনে আপিল করা যাবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি।