
ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে শনিবার ভোর থেকে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যাওয়ার খবরে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শহরের বিভিন্ন এলাকায় ধোঁয়া উঠতে দেখা গেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমের লাইভ প্রতিবেদনে জানানো হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়, কারাকাসের বিভিন্ন স্থানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং আকাশে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়।
এদিকে মার্কিন কর্মকর্তারা বিবিসির যুক্তরাষ্ট্র অংশীদার সিবিএস নিউজকে জানিয়েছেন, ভেনেজুয়েলার অভ্যন্তরে সামরিক স্থাপনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে হামলার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
প্রতিবেদন অনুযায়ী, যেসব এলাকায় বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে, তার মধ্যে একাধিক সামরিক স্থাপনাও রয়েছে। প্রায় একই সময়ে বিভিন্ন স্থানে বিস্ফোরণ ঘটার খবর পাওয়া গেছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, কারাকাসে অন্তত সাতটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে এসব হামলার বিষয়ে ভেনেজুয়েলা সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।