
যুক্তরাষ্ট্রের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে আজ ভোরে একাধিক শক্তিশালী বিস্ফোরণ শোনা গেছে।
শনিবার (৩ জানুয়ারি) আল জাজিরা ও বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বিস্ফোরণের পর আকাশ ধোঁয়ার কুণ্ডলীতে ঢেকে যায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শহরের বিস্তীর্ণ এলাকা জোরালো শব্দে কেঁপে ওঠে।
ঘটনার সঙ্গে সরাসরি যুক্ত একটি দক্ষিণ কারাকাসের বড় সামরিক ঘাঁটির আশপাশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এ ঘটনার পর জনমনে আতঙ্ক বিরাজ করছে।
রয়টার্সের তথ্য অনুযায়ী, বিস্ফোরণের জোর এমন ছিল যে শহরের বড় অংশ থেকে তা শোনা গেছে। বিশেষ করে দক্ষিণাংশের সামরিক সদর দপ্তরটি এখন পুরোপুরি অন্ধকারে। তবে, এগুলো কি বিমান হামলা নাকি অভ্যন্তরীণ নাশকতামূলক ঘটনা, সে বিষয়ে এখনও ভেনেজুয়েলা সরকার আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি।
এই বিস্ফোরণ এমন সময় ঘটল যখন মাদক পাচার ও তেলের ওপর মার্কিন নিষেধাজ্ঞাকে কেন্দ্র করে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর প্রশাসন ও ওয়াশিংটনের মধ্যে সম্পর্ক চরমে পৌঁছেছে। সম্প্রতি উপকূলীয় এলাকায় মার্কিন বাহিনীর অভিযানের খবরের পর রাজধানীর সামরিক স্থাপনার কাছে এমন ঘটনা গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
বর্তমানে কারাকাসের নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং বিস্ফোরণের প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা চলছে।
সূত্র: আল জাজিরা