
বিলাসী জীবনযাপনের জন্য বরাবরই আলোচনায় থাকা বলিউডের মডেল-অভিনেত্রী উর্বশী রাউতেলা এবার মায়ের জন্মদিন উদ্যাপনে নতুন করে শোরগোল তুলেছেন। ২৪ ক্যারেট স্বর্ণের প্রলেপ দেওয়া তিনতলা কেক কেটে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন।
ভারতীয় সংবাদমাধ্যমের খবরে জানা যায়, ১ জানুয়ারি দুবাইয়ের একটি অভিজাত হোটেলে রাজকীয় এই আয়োজন অনুষ্ঠিত হয়। সেখানে উর্বশীর মায়ের সামনে রাখা হয় সোনালি রঙের তিনতলা কেক, পাশে ছিল দুটি ভিন্ন ধরনের পানীয়। কেকের ওপরে বসানো ছিল একটি সোনালি মুকুট, যা বিশেষভাবে তার মায়ের জন্য তৈরি করা হয়েছে বলে জানা গেছে।
কেক কাটার ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করে উর্বশী রাউতেলা লেখেন—
“মায়ের জন্মদিন পালন করলাম বিশ্বের উচ্চতম হোটেলে। সঙ্গে ২৪ ক্যারেটের রাজকীয় সোনার মুকুটসমেত কেক।”

এই ব্যতিক্রমী উদ্যাপন অনেকের নজর কাড়লেও নেটিজেনদের একাংশ সমালোচনাও করেছেন। কেউ কেউ বিষয়টিকে বাড়াবাড়ি বলেও মন্তব্য করেছেন।
একজন নেটিজেন লেখেন— ‘মীরা রাউতেলা বিশ্বের প্রথম মা, যার মেয়ে সোনার কেক কাটিয়েছে।’
আরেকজন কটাক্ষ করে লেখেন— ‘উর্বশী, আপনার মুখে ‘ফিলার’ বেশি হয়ে গেছে।’

এর আগেও এক সাক্ষাৎকারে উর্বশী জানিয়েছিলেন, তিনি সোনার পাতে মোড়ানো মোবাইল ফোন ব্যবহার করেন। সেই প্রসঙ্গ টেনে একজন নেটিজেন মন্তব্য করেন— ‘সব কিছু সোনার— এমনকি কেকটাও! এ রকম দেখনদারির কী অর্থ, বুঝি না?’
সব মিলিয়ে, মায়ের জন্মদিনের এই ব্যতিক্রমী আয়োজন উর্বশী রাউতেলাকে আবারও আলোচনার শীর্ষে তুলে এনেছে— প্রশংসা ও সমালোচনা দুটোই পাশাপাশি চলছে।