
সন্ধ্যার ব্যস্ত সময়ে মানিকগঞ্জ শহরের দুই গুরুত্বপূর্ণ স্থানে মাত্র ১০ মিনিটের ব্যবধানে ককটেল বিস্ফোরণের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে জনমনে।
সোমবার ১৫ ডিসেম্বর সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে জেলা পরিষদ এলাকা এবং জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই দুটি বিস্ফোরণের ঘটনা ঘটে।
ঘটনায় কেউ হতাহত হয়নি বলে নিশ্চিত হওয়া গেলেও বিস্ফোরণের শব্দে শহরের বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণের পর লোকজন দিগ্বিদিক ছুটতে শুরু করে। পরিস্থিতি বেগতিক দেখে কয়েকটি দোকানপাট সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালান এবং বিস্ফোরণের আলামত সংগ্রহ করেন। নিরাপত্তা জোরদারে আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, "কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে এবং এর পেছনে কোনো উদ্দেশ্য রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে।"