
উত্তরপ্রদেশে বসবাসরত বাংলাদেশি ও রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনার ঘোষণা দিয়েছেন ভারতের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। একই সঙ্গে ব্যক্তিগত বা বাণিজ্যিক কাজে কাউকে নিয়োগ দেওয়ার আগে পরিচয় যাচাইয়ের আহ্বান জানিয়েছেন তিনি।
বুধবার (১০ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স- এ দেওয়া এক পোস্টে মুখ্যমন্ত্রী লেখেন, “আমার রাজ্যবাসী, উত্তরপ্রদেশের নিরাপত্তা, সামাজিক সম্প্রীতি এবং সুদৃঢ় আইনশৃঙ্খলা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। রাজ্যে অবৈধভাবে বসবাসকারী রোহিঙ্গা এবং বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর এবং সিদ্ধান্তমূলক ব্যবস্থা গ্রহণ শুরু করা হয়েছে।”
তিনি আরও বলেন, “আমি রাজ্যের সচেতন জনসাধারণের কাছে আবেদন করছি যে আপনারা সতর্ক থাকুন এবং নিশ্চিত করুন যে কোনও ব্যক্তিকে ঘরোয়া বা ব্যবসায়িক কর্মকাণ্ডে নিয়োগ দেওয়ার আগে তাদের পরিচয় যেন পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা হয়। রাজ্যের নিরাপত্তা রক্ষা আমাদের সবার সম্মিলিত দায়িত্ব, কারণ নিরাপত্তাই সমৃদ্ধির ভিত্তি।”
রাজ্য সরকারের দপ্তর জানায়, অবৈধ অনুপ্রবেশকারীরা প্রতারণার মাধ্যমে ভারতীয় জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করছে- এমন অভিযোগের প্রেক্ষিতে উদ্বেগ প্রকাশ করেছে প্রশাসন। এরই ধারাবাহিকতায় সন্দেহভাজন রোহিঙ্গা ও বাংলাদেশিদের বিরুদ্ধে মাঠে নেমেছে উত্তরপ্রদেশ পুলিশ।
দপ্তরের শীর্ষ কর্মকর্তা সূত্রে জানা যায়, রাজ্যের ১৭টি পৌরসভাকে নির্দেশ দেওয়া হয়েছে দ্রুত বিদেশি কর্মীদের তালিকা প্রস্তুত করতে, বিশেষ করে যাদের উপস্থিতি বা কর্মসংস্থান সন্দেহজনক মনে হচ্ছে।