
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে নতুন সীমান্ত সংঘাত বন্ধ করতে তিনি ফোনে সরাসরি হস্তক্ষেপ করবেন। ট্রাম্পের দাবি, “এক ফোনকলেই এই যুদ্ধ থামানো সম্ভব।”
মঙ্গলবার (৯ ডিসেম্বর) পেনসিলভানিয়ায় এক জনসভায় তিনি বলেন, “দুঃখজনকভাবে, কম্বোডিয়া-থাইল্যান্ড সংঘাত শুরু হয়েছে। আগামীকাল আমাকে ফোন করতে হবে। আর কে বলতে পারে, আমি একটি ফোন করে দুই শক্তিশালী দেশকে যুদ্ধ থামাতে পারি।”
গত সোমবার থেকে সীমান্তে সংঘাত শুরু হওয়ায় দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রতিবেশী দেশগুলো একে অপরকে দোষারোপ করছে। কয়েক মাস ধরে চলমান উত্তেজনার কূটনৈতিক সমাধান এখনও সঠিকভাবে হয়নি।
থাই সরকারের মুখপাত্র সিরিপং আংকাসাকুলকিয়াত বলেন, “এখন পর্যন্ত ট্রাম্পের সঙ্গে কোনো আলোচনা হয়নি। পরিস্থিতি তৃতীয় পক্ষের মধ্যস্থতার জন্য অনুকূল নয়।”
কম্বোডিয়ার পক্ষ থেকে মুখপাত্র পেন বোনা জানান, “আমরা শুধুমাত্র শান্তি চাই এবং আত্মরক্ষার জন্য কাজ করেছি।”
এক সাক্ষাৎকারে থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীও বলেছেন, আলোচনার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না এবং পরিস্থিতি তৃতীয় পক্ষের হস্তক্ষেপের জন্য অনুকূল নয়। তবে কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেতের একজন শীর্ষ উপদেষ্টা রয়টার্সকে জানান, “আমাদের দেশ যে কোনো সময় আলোচনার জন্য প্রস্তুত।”