
ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম এক্সকে (সাবেক টুইটার) বিপুল অঙ্কের জরিমানা করা নিয়ে ইউরোপীয় ইউনিয়নকে প্রকাশ্যে আক্রমণ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সোমবার (৮ ডিসেম্বর) তিনি ইইউর এই পদক্ষেপকে “জঘন্য” বলে আখ্যায়িত করেন।
গত শুক্রবার অনলাইন কনটেন্ট নিয়ম লঙ্ঘনের অভিযোগে ইইউর প্রযুক্তি নিয়ন্ত্রক সংস্থা এক্সের ওপর ১৪ কোটি ডলার জরিমানা আরোপ করে। এর পরদিন হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প ইইউর অবস্থানের কড়া সমালোচনা করেন।
তিনি বলেন, ইউরোপ এখন “কিছুটা ভুল পথে এগোচ্ছে। এটি খুব খারাপ, সেখানকার জনগণের জন্য খুবই খারাপ। আমরা চাই না ইউরোপ এতটা বদলে যাক।”
ট্রাম্প আরও যোগ করেন, “আমি বুঝতে পারছি না, তারা এটা কীভাবে করল। ইউরোপকে আরও বেশি সতর্ক থাকতে হবে।”
মার্কিন প্রেসিডেন্ট জানান, তিনি সোমবার রাতের মধ্যেই বিষয়টির পূর্ণাঙ্গ প্রতিবেদন দেখতে চান। পাশাপাশি তিনি উল্লেখ করেন, এ নিয়ে ইলন মাস্ক তার সঙ্গে কোনও যোগাযোগ করেননি।