যুদ্ধবিরতি ভঙ্গের অভিযোগে গাজায় ফের ইসরায়েলি হামলা
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ০৯:১৭ এম, ২৯ অক্টোবর ২০২৫
গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার তিন সপ্তাহও না পেরোতেই আবারও বিস্ফোরণের শব্দে কেঁপে উঠেছে অঞ্চলটি। সোমবার (২৭ অক্টোবর) নতুন করে ইসরায়েলি বিমান হামলার ঘটনায় যুদ্ধবিরতি ভঙ্গের অভিযোগে মুখোমুখি অবস্থানে গেছে ইসরায়েল ও হামাস। উভয়পক্ষই পরস্পরকে চুক্তি লঙ্ঘনের জন্য দায়ী করছে।
দিনের শুরুতে হামাসের পক্ষ থেকে হস্তান্তরিত একটি কফিনে নতুন কোনো জিম্মির মরদেহ না পেয়ে, বরং আগেই উদ্ধার হওয়া ওফির জারফাতির দেহাবশেষ পাওয়া যায়। এই ঘটনার পরপরই প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নির্দেশে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) নতুন করে গাজায় হামলা চালায়।
হামাস-অনুমোদিত গাজা সিভিল ডিফেন্সের তথ্য অনুযায়ী, সর্বশেষ এই হামলায় নয়জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন চারজন নারী, তিনজন পুরুষ এবং দুইজন শিশু।
ঘটনা নিয়ে বিবিসি ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করলেও এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি।
অন্যদিকে, হামাস বলেছে, ইসরায়েলের সাম্প্রতিক হামলা ও যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনায় তারা আপাতত আরেকজন মৃত জিম্মির দেহ হস্তান্তরের পরিকল্পনা স্থগিত করছে।
চুক্তির অন্যতম মধ্যস্থতাকারী যুক্তরাষ্ট্র জানিয়েছে, যুদ্ধবিরতি আনুষ্ঠানিকভাবে এখনো বহাল আছে। তবে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স স্বীকার করেছেন, “চুক্তিটি অত্যন্ত নাজুক এবং এখানে-সেখানে ছোটখাটো সংঘর্ষ ঘটতেই পারে।”
মাসের শুরুতে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও গাজায় কয়েক দফা হামলার ঘটনা ঘটেছে। অন্যদিকে, হামাসের কাছে থাকা অবশিষ্ট জিম্মিদের ফেরত দিতে দেরি হওয়ায় ইসরায়েল সরকারের সমালোচনা ক্রমেই বাড়ছে।