ব্রাজিলে ভয়াবহ বাস দুর্ঘটনা, নিহত কমপক্ষে ১৫ জন


ব্রাজিলে ভয়াবহ বাস দুর্ঘটনা, নিহত কমপক্ষে ১৫ জন

দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে এক মর্মান্তিক বাস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১৫ জন যাত্রী। নিহতদের মধ্যে ১১ জনই নারী। রাতের আঁধারে চলার সময় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি উল্টে যায়, এতে ঘটে এই ভয়াবহ প্রাণহানি।

দেশটির ফেডারেল হাইওয়ে পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাটি ঘটেছে উত্তর-পূর্বাঞ্চলীয় পারনামবুকো প্রদেশে। বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার রাত ৮টার কিছু আগে দুর্ঘটনাটি ঘটে।

পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, বাসের চালক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত লেনে ঢুকে পড়েন। এরপর রাস্তার পাশে থাকা একটি পাথরে ধাক্কা খেয়ে বাসটি পাশের বালুর বাঁধে আঘাত করে উল্টে যায়।

দুর্ঘটনার মূল কারণ এখনও স্পষ্ট নয়, তবে তদন্ত চলছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশের তথ্যানুসারে, বাসটিতে তখন ৩০ জন যাত্রী ছিলেন। এদের মধ্যে ১৫ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে, যাদের মধ্যে ১১ জন নারী ও ৪ জন পুরুষ। আহতদের সঠিক সংখ্যা এখনো প্রকাশ করা হয়নি।

তবে সৌভাগ্যক্রমে, চালক হালকা আঘাত পেয়েছেন। পুলিশের ধারণা, দুর্ঘটনার সময় যাত্রীদের কয়েকজন সিটবেল্ট না বেঁধেই বসে ছিলেন, যা হতাহতের সংখ্যা বাড়িয়ে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×