বঙ্গোপসাগরের পূর্ণ ব্যবহার করতে পারলে এই দেশ সিঙ্গাপুর হবে: প্রধান উপদেষ্টা


বঙ্গোপসাগরের পূর্ণ ব্যবহার করতে পারলে এই দেশ সিঙ্গাপুর হবে: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, মাতারবাড়ি, কক্সবাজার ও মহেশখালীকে একযোগে বন্দর উন্নয়নের মাধ্যমে পুরো অঞ্চলকে নতুন সিঙ্গাপুরে পরিণত করা সম্ভব। শুক্রবার (১৭ অক্টোবর) জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

রাজনৈতিক নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, "আজ আমরা ঐকমত্যের ভিত্তিতে সনদ করলাম। ঠিক একইভাবে নির্বাচনের ব্যাপারেও রাজনৈতিক নেতাদের বসে একটি সনদ করা উচিত—কীভাবে নির্বাচন সুন্দরভাবে, উৎসবমুখর ও ইতিহাসে স্মরণীয়ভাবে হবে। অযথা নির্বাচন করলে আবার পুরোনো জায়গায় ফিরে যাই।"

ড. ইউনূস আরও বলেন, "এই সুর—যে সুর আজ বাজালাম—নির্বাচনের সময়ও আমাদের সাথে থাকবে। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং ঐক্য বজায় রাখা গুরুত্বপূর্ণ।"

তিনি বলেন, "এই সনদের মাধ্যমে আমরা এক বড় কাজ করেছি। আমরা বর্বরতা থেকে সভ্যতার দিকে এসেছি। আগে যেখানে আইন-কানুন ছিল না, মানুষ যা ইচ্ছা তাই করত। এখন আমরা সভ্যতা প্রতিষ্ঠা করেছি এবং মানুষের চোখে বিস্ময় সৃষ্টি করতে সক্ষম। আমাদের পরবর্তী জীবন নির্ভর করছে এই সনদ-পরবর্তী কাজের উপর।"

ড. ইউনূস বলেন, "আমাদের এতদিন যে সম্পদ ব্যবহার করতে পারিনি—বঙ্গোপসাগর, তার পূর্ণ ব্যবহার করতে চাই। এটি আমাদের অঞ্চলের সম্পদ এবং আমরা চাই এটি দেশের উন্নয়নে কাজে লাগুক। আর তর্ক-বিতর্কের মধ্যে সময় নষ্ট করতে চাই না। আজকের সনদ সেই তর্কের সমাপ্তি ঘটাবে।"

তিনি আরও বলেন, "যদি আমরা সমুদ্র বন্দর তৈরি করি, সারা বিশ্বের জাহাজ এখানে আসতে বাধ্য হবে। আমাদের পণ্য সরাসরি এখানে খালাস করা যাবে এবং অন্য দেশের পণ্যও আমাদের মাধ্যমে স্থানান্তরিত হবে। এটি একটি বিরাট সুযোগ।"

ড. ইউনূসের ভাষ্য, "যদি মাতারবাড়ি, কক্সবাজার ও মহেশখালীকে একসাথে উন্নয়ন করি, পুরো অঞ্চল নতুন সিঙ্গাপুরে পরিণত হবে। এটি আমাদের আঞ্চলিক অর্থনীতি গড়তে সাহায্য করবে। নেপাল, ভুটান এবং সেভেন সিস্টার্সের সঙ্গে আর্থিক সম্পর্ক গড়ে তোলা সম্ভব হবে, যার ফলে আমরা ও অন্যান্য দেশ সমৃদ্ধ হব। সবকিছু ঠিকভাবে পরিচালনা করতে পারলে এই সুযোগগুলো আমাদের সামনে উন্মুক্ত।"

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×