শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ নিয়ে যা জানালেন এনটিআরসিএ চেয়ারম্যান
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৮:১১ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০২৫

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধান শিক্ষক পদেও নিয়োগের ক্ষমতা হারাচ্ছে পরিচালনা পর্ষদ বা গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি। এই পদগুলোতে নিয়োগের দায়িত্ব এখন সরকারের হাতে থাকবে। তবে, কোন সংস্থা বা প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগ কার্যক্রম পরিচালিত হবে, তা এখনও চূড়ান্ত হয়নি।
শিক্ষা মন্ত্রণালয় ইতোমধ্যেই একটি কমিটি গঠন করেছে, যা নিয়োগ প্রক্রিয়া নির্ধারণ করবে।
মঙ্গলবার দুপুরে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) আয়োজিত কর্মশালায় এ তথ্য জানান প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম। তিনি বলেন, “সিদ্ধান্ত হয়েছে, আগে প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, অধ্যক্ষ ও উপাধ্যক্ষ পদে ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি নিয়োগ দিত। এখন এ পদগুলোতে সরকার নিয়োগ দেবে।”
চেয়ারম্যান আরও জানান, “শিক্ষা মন্ত্রণালয় একটি কমিটি গঠন করেছে। কমিটি নির্ধারণ করবে, নিয়োগ প্রক্রিয়া কীভাবে হবে, কার মাধ্যমে হবে—এনটিআরসিএ নাকি অন্য কেউ—এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।”
এনটিআরসিএ চেয়ারম্যান জানান, নিবন্ধন পরীক্ষার জন্য একটি প্রস্তাবনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মাদ্রাসা শিক্ষার্থীদের ক্ষেত্রে পরীক্ষা ১৪০ নম্বর সাবজেক্টিভ এবং ৬০ নম্বর জেনারেল (বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান) বিষয়ের মধ্যে অনুষ্ঠিত হবে। পরীক্ষায় উত্তীর্ণ হতে প্রার্থীকে মোট ৮০ নম্বর পেতে হবে। সাবজেক্টিভ বা জেনারেল আলাদাভাবে ৪০ নম্বর পূর্ণ করার শর্ত নেই; মোট যোগফল ৮০ নম্বর হওয়াই যথেষ্ট হবে।
কর্মশালার উদ্বোধন করেন এনটিআরসিএ চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম। উপস্থাপক ছিলেন এরাদুল হক এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন নূরে আলম সিদ্দীকি। অনুষ্ঠান সঞ্চালনা করেন সচিব এ এম এম রিজওয়ানুল হক।