পাশ্ববর্তী দেশ থেকে হঠাৎ বলছে চাল দেবে না: অর্থ উপদেষ্টা


পাশ্ববর্তী দেশ থেকে হঠাৎ বলছে চাল দেবে না: অর্থ উপদেষ্টা

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, দেশে চালের পর্যাপ্ত মজুদ রয়েছে। তবে প্রতিবেশী দেশগুলো হঠাৎ চাল সরবরাহ বন্ধ করার খবর দেওয়ায় কিছু অনিশ্চয়তা তৈরি হয়েছে। তাই আতপ চাল কেনার অনুমোদন দেওয়া হয়েছে। আতপ চাল মিয়ানমার, থাইল্যান্ড ও ভিয়েতনাম থেকে ওপেন টেন্ডারের মাধ্যমে আনা হবে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, সৌভাগ্যবশত সারের ক্রয়মূল্য কিছুটা কমেছে, এতে স্বস্তি অনুভব করছি।

বাজার পরিস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, চালের দাম সাম্প্রতিক সময়ে কমেছে। সবজির দাম ঋতুর ওপর নির্ভরশীল। আমরা বাজার ব্যবস্থায় সর্বোচ্চ সাফল্য অর্জন করতে পারিনি। যারা অর্থ পাচার করেছে, তারা সবকিছু জানে। এই অর্থ ফিরিয়ে আনার জন্য সময় লাগছে। কিছুটা অগ্রগতি হয়েছে, অনেক লিগ্যাল ফার্মের সঙ্গে আলোচনা চলছে। সম্ভব হলে ফেব্রুয়ারির মধ্যে কিছু অর্থ ফেরত আনা যাবে। বাকিটা ফিরিয়ে আনার জন্য অন্তর্বর্তী সরকার প্রস্তুতি নিচ্ছে। নতুন সরকারও এই প্রক্রিয়ার ধারাবাহিকতা বজায় রাখবে। এ অর্থ আন্তর্জাতিক নীতিমালা অনুযায়ী ফেরত আনা হবে।

তিনি আরও জানান, কিছুদিনের মধ্যে পর্যালোচনা করে বলা যাবে কতটুকু পাচার করা অর্থ ফিরিয়ে আনা সম্ভব। এর মধ্যে অনেকের সম্পত্তি জব্দ করা হয়েছে, কোন কোন দেশে ব্যাংক অ্যাকাউন্ট ও পাসপোর্ট রয়েছে সেসব তথ্যও আছে। বাকি কাজ শেষ করতে সময় লাগবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনো প্রকল্প বা মন্ত্রণালয়কে অতিরিক্ত বরাদ্দ দেওয়া হয়নি। এই প্রকল্পগুলো অনেক আগে থেকে প্রণীত, এই ১৪ মাসে নতুন কোনো বরাদ্দ হয়নি।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×