যুক্তরাষ্ট্রের বাইরে নির্মিত সিনেমার ওপর ১০০% শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের


যুক্তরাষ্ট্রের বাইরে নির্মিত সিনেমার ওপর ১০০% শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের বাইরে নির্মিত সিনেমাগুলোর ওপর শতভাগ আমদানি শুল্ক বসানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (২৯ সেপ্টেম্বর) নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'ট্রুথ সোশ্যালে' এক পোস্টে এই সিদ্ধান্তের কথা জানান তিনি।

ট্রাম্প অভিযোগ করেন, “যুক্তরাষ্ট্র থেকে আমাদের ছবি তৈরির ব্যবসা চুরি করেছে অন্য দেশগুলো। অনেকটা ‘শিশুর থেকে চকলেট চুরির মতো’।” এই মন্তব্যে চলচ্চিত্র শিল্পে বিদেশি প্রভাব নিয়ে তার অসন্তোষ স্পষ্টভাবে প্রকাশ পেয়েছে।

এর আগেও, চলতি বছরের মে মাসে ট্রাম্প সিনেমা শিল্পের ওপর শুল্ক বসানোর হুমকি দিয়েছিলেন, তবে সেসময় তিনি কোনো নির্দিষ্ট নীতিগত দিকনির্দেশনা দেননি। এতে সংশ্লিষ্ট মহলে অনিশ্চয়তা তৈরি হয়। এবার প্রথমবারের মতো ট্রাম্প সরাসরি ১০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিলেন।

ঘোষণার পরপরই বিনিয়োগ বাজারে এর প্রভাব পড়ে। নেটফ্লিক্সের শেয়ারের দাম ১ দশমিক ৪ শতাংশ এবং ওয়ার্নার ব্রোস ডিসকভারির শেয়ার ০ দশমিক ৬ শতাংশ কমে যায়।

চলচ্চিত্র শিল্পের বাইরেও শুল্কনীতি আরও কঠোর করার ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রে তৈরি না হওয়া ফার্নিচারের ওপরও অতিরিক্ত শুল্ক বসানো হবে বলে জানান তিনি। এরই মধ্যে আমদানি করা রান্নাঘরের ক্যাবিনেট ও প্রসাধনী সামগ্রীর ছোট আলমারির ওপর ৫০ শতাংশ এবং অন্যান্য আসবাবপত্রের ওপর ৩০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন তিনি। এসব শুল্ক কার্যকর হতে যাচ্ছে আগামী ১ অক্টোবর থেকে। হোয়াইট হাউস ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, এসব পণ্যের ওপর শুল্ক আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে ট্রাম্প প্রশাসনের।

চলতি বছরের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই ট্রাম্প বিদেশি পণ্যের ওপর শুল্ক আরোপের নীতিতে কঠোর অবস্থান নিয়েছেন। দায়িত্ব নেওয়ার পরপরই তিনি বিভিন্ন দেশের পণ্যের ওপর শুল্ক চাপিয়েছেন। বিশেষ করে ভারতের রপ্তানি খাত বড় ধরনের ধাক্কা খায়, যখন ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেন।

সূত্র: দ্য গার্ডিয়ান

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×