পাকিস্তান কেঁপে উঠলো শক্তিশালী ভূমিকম্পে


পাকিস্তান কেঁপে উঠলো শক্তিশালী ভূমিকম্পে

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে একটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল গোটা পাকিস্তান। ভূমিকম্পটি ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি, পেশোয়ার, সোয়াতসহ খাইবার পাখতুনখোয়া (কেপি) প্রদেশের বিভিন্ন জেলায় ব্যাপক আতঙ্কের সৃষ্টি করে।

ভূকম্পবিদদের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৫ এবং এর উৎপত্তিস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ পর্বতমালায়। পাকিস্তানের আবহাওয়া অধিদপ্তর নিশ্চিত করেছে, এটি ভূমির ১৯৫ কিলোমিটার গভীরে আঘাত হানে।

পেশোয়ার, সোয়াত, চারসদ্দা ও বুনের জেলায় তীব্রভাবে কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের সময় আতঙ্কে অনেকেই ঘরবাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। লোয়ার দির ও মারদান এলাকাতেও উল্লেখযোগ্য কম্পন টের পাওয়া গেছে। খাইবার জেলার ল্যান্ডিকোটাল এলাকায় মূল ভূমিকম্পের পর একাধিক আফটারশক অনুভূত হয়।

রাজধানী ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি এবং পেশোয়ারের নগর এলাকায় সরকারি দপ্তর ও আবাসিক ভবন থেকে লোকজন দ্রুত বেরিয়ে আসে। সোয়াত, চিত্রাল এবং আশেপাশের পার্বত্য অঞ্চলের বাসিন্দারা আফটারশক নিয়ে উৎকণ্ঠা প্রকাশ করেছেন।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, হিন্দুকুশ অঞ্চলটি ভূমিকম্পপ্রবণ হওয়ায় ভবিষ্যতেও এ ধরনের ঝুঁকি অব্যাহত থাকতে পারে।

সূত্র: সামাটিভি

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×