ফিলিস্তিনকে স্বীকৃতি ‘লোক দেখানো’: যুক্তরাষ্ট্র


ফিলিস্তিনকে স্বীকৃতি ‘লোক দেখানো’: যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তকে যুক্তরাষ্ট্র ‘শুধুই প্রদর্শনীমূলক পদক্ষেপ’ হিসেবে অভিহিত করেছে। রোববার (২১ সেপ্টেম্বর) দেশটির পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র নাম প্রকাশ না করার শর্তে বলেন, “আমাদের অগ্রাধিকার স্পষ্ট—বন্দিদের মুক্তি, ইসরাইলের নিরাপত্তা এবং হামাসমুক্ত পরিস্থিতিতে আঞ্চলিক শান্তি ও সমৃদ্ধি। আমরা গভীর কূটনীতিতে মনোযোগ দিচ্ছি, লোক দেখানো উদ্যোগে নয়।”

উল্লেখ্য, একই দিনে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা ও পর্তুগাল ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে। পশ্চিমা দেশগুলোর দীর্ঘদিনের বৈদেশিক নীতিতে এই পরিবর্তনকে ‘ঐতিহাসিক’ বলা হচ্ছে। তবে এই পদক্ষেপে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ইসরাইল, আর যুক্তরাষ্ট্রও দিয়েছে কড়া সমালোচনা।

গাজায় অবরুদ্ধ ফিলিস্তিনিরা এ স্বীকৃতিকে ‘জয়’ হিসেবে দেখছে। তবে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জোর দিয়ে বলেছেন, “ফিলিস্তিন রাষ্ট্র কখনোই প্রতিষ্ঠিত হবে না।” তার দাবি, জর্ডান নদীর পশ্চিম তীরে ফিলিস্তিন রাষ্ট্রের অস্তিত্ব ইসরাইলের জন্য ‘ঝুঁকিপূর্ণ’।

জাতিসংঘ সাধারণ পরিষদের আসন্ন অধিবেশনে আরও কয়েকটি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে বলে জানা গেছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×