ইসরায়েলের সঙ্গে বাণিজ্য চুক্তি স্থগিতের আহ্বান সুইডেনের প্রধানমন্ত্রীর
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ০৬:৪৩ পিএম, ৩১ জুলাই ২০২৫

গাজায় চলমান মানবিক বিপর্যয়ের জেরে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে ইসরায়েলের বাণিজ্য সম্পর্ক স্থগিতের আহ্বান জানিয়েছেন সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন।
৩১ জুলাই বৃহস্পতিবার, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি গাজায় বর্তমান পরিস্থিতিকে 'চরমভাবে ভয়াবহ' আখ্যা দিয়ে বলেন, গাজার পরিস্থিতি চরমভাবে ভয়াবহ। ইসরায়েল জরুরি সহায়তা দেওয়ার ক্ষেত্রে তার মৌলিক আন্তর্জাতিক বাধ্যবাধকতা পালনে ব্যর্থ হচ্ছে।
তিনি আরও উল্লেখ করেন, এই কারণেই সুইডেন দাবি করছে, ইউরোপীয় ইউনিয়ন যেন দ্রুত ইসরায়েলের সঙ্গে অ্যাসোসিয়েশন চুক্তির বাণিজ্য অংশটি স্থগিত করে।
এছাড়া তিনি ইসরায়েলের প্রতি আহ্বান জানান, যেন গাজায় জরুরি মানবিক সহায়তা সরবরাহে পূর্ণ অনুমতি দেওয়া হয়।
সূত্র: আল-জাজিরা