একদিনে গাজায় ১০৩ জন নিহত, ৬০ জন ছিলেন ত্রাণের অপেক্ষায়


একদিনে গাজায় ১০৩ জন নিহত, ৬০ জন ছিলেন ত্রাণের অপেক্ষায়

গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর সর্বশেষ হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ১০৩ জন ফিলিস্তিনি। বুধবার (৩০ জুলাই) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মধ্যে ৬০ জন ত্রাণ সংগ্রহের অপেক্ষায় ছিলেন।

টেলিগ্রামে প্রকাশিত বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় একাধিক স্থানে চালানো হামলার পাশাপাশি পুরনো ধ্বংসস্তূপের নিচ থেকেও একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। একই সময়ে আহত হয়েছেন আরও অন্তত ৩৯৯ জন।

বিবৃতিতে আরও জানানো হয়, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া সংঘাতে গাজায় এখন পর্যন্ত মোট প্রাণহানি দাঁড়িয়েছে ৬০ হাজার ১৩৮ জনে। আহত হয়েছেন ১ লাখ ৪৬ হাজার ২৬৯ জন ফিলিস্তিনি।

মন্ত্রণালয় জানায়, ২৭ মে ইসরায়েল নতুন ত্রাণ বিতরণ ব্যবস্থা চালু করার পর থেকে এ পর্যন্ত ১ হাজার ২৩৯ জন ত্রাণ প্রত্যাশী নিহত হয়েছেন।

প্রসঙ্গত, গত বছরের নভেম্বর মাসে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। একইসঙ্গে, গাজায় চলমান সামরিক অভিযানের জন্য ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলা চলমান রয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×