গাজায় যুদ্ধ চললে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে যুক্তরাজ্য: স্টার্মার


গাজায় যুদ্ধ চললে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে যুক্তরাজ্য: স্টার্মার

গাজায় চলমান সহিংসতা ও ইসরায়েলের আগ্রাসন অব্যাহত থাকলে, আগামী সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ইঙ্গিত দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টার্মার।

মঙ্গলবার (২৯ জুলাই) এক জরুরি মন্ত্রিপরিষদ বৈঠক শেষে তিনি এ ঘোষণা দেন। স্টার্মার স্পষ্ট করে দেন, যদি ইসরায়েল যুদ্ধবিরতির পথে না আসে, পশ্চিমতীর দখলের ইঙ্গিত না সরায় এবং দ্বিরাষ্ট্র ভিত্তিক শান্তি প্রক্রিয়ায় প্রতিশ্রুতি না দেয়—তবে যুক্তরাজ্য জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠনের আগেই ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে প্রস্তুত।

এর আগে ফ্রান্সও ঘোষণা দিয়েছিল, সেপ্টেম্বরে জাতিসংঘ অধিবেশনে ফিলিস্তিনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেবে তারা। এখন যুক্তরাজ্যও একই পথে হাঁটার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।

স্টার্মার জানান, সেপ্টেম্বরে পরিস্থিতি মূল্যায়নের জন্য আরেকটি পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত হবে, যেখানে বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

প্রধানমন্ত্রী স্টার্মার বলেন, ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসকে আমরা ইসরায়েলের সঙ্গে এক কাতারে দেখি না এবং এই দুইয়ের মধ্যে কোনো তুলনার সুযোগ নেই।"
তিনি হামাসকে ইসরায়েলি জিম্মিদের মুক্তি এবং একটি যুদ্ধবিরতির চুক্তিতে পৌঁছানোর আহ্বান জানান।

তিনি আরও মন্তব্য করেন, যুদ্ধ শেষ হওয়ার পর হামাস গাজার প্রশাসনে কোনো ভূমিকা রাখতে পারবে না।

ব্রিটিশ প্রধানমন্ত্রী তার অবস্থান পরিষ্কার করে বলেন, আমাদের লক্ষ্য হলো স্বাধীন ফিলিস্তিনের পাশে একটি নিরাপদ ইসরায়েল রাষ্ট্র নিশ্চিত করা।

সূত্র: বিবিসি

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×