বিমান থেকে গাজায় ২৫ টন খাদ্য ফেলল জর্ডান-আরব আমিরাত
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ০৮:৪৫ পিএম, ২৭ জুলাই ২০২৫

যুদ্ধবিধ্বস্ত গাজায় আকাশপথে মানবিক সহায়তা পাঠিয়েছে জর্ডান ও সংযুক্ত আরব আমিরাত। রবিবার (২৭ জুলাই) জর্ডানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে জানানো হয়, দুই দেশের যৌথ অভিযানে মোট ২৫ টন খাদ্যসামগ্রী ও জরুরি সহায়তা গাজায় ফেলা হয়েছে। খবর বিবিসি।
প্রতিবেদন অনুযায়ী, জর্ডানের রয়েল এয়ার ফোর্সের দুটি সি-১৩০ কার্গো বিমান এবং সংযুক্ত আরব আমিরাতের একটি বিমান এই মিশনে অংশ নেয়। গাজার একাধিক স্থানে এসব খাদ্যসামগ্রী ফেলা হয়েছে বলে জানানো হয়।
জর্ডানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আরও জানায়, চলমান সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত গাজায় মোট ১২৭ বার আকাশপথে ত্রাণ সরবরাহ করেছে দেশটি।
এদিকে, ইসরায়েল অবরুদ্ধ গাজা অঞ্চলে চলমান মানবিক সংকটের মধ্যে ১০ ঘণ্টার ‘কৌশলগত বিরতির’ ঘোষণা দিয়েছে। স্থানীয় সময় সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এই বিরতি কার্যকর থাকবে গাজার আল-মাওয়াসি, দেইর আল-বালাহ এবং গাজা সিটির নির্দিষ্ট এলাকাগুলোতে। এর লক্ষ্য, মানবিক সহায়তা পৌঁছানোর উপযোগী পরিবেশ তৈরি করা।
তবে এই বিরতির ঘোষণা সত্ত্বেও, রবিবার ভোর থেকেই ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে ১৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। আগের দিন শনিবারও ইসরায়েলি হামলায় ৭১ জন প্রাণ হারান, যাদের মধ্যে ৪২ জন ছিলেন ত্রাণের আশায় জড়ো হওয়া অসহায় মানুষ।