পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ১১
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ০৬:৪১ পিএম, ২৭ জুলাই ২০২৫

পাকিস্তানের পাঞ্জাব ও সিন্ধু প্রদেশে পৃথক সড়ক দুর্ঘটনায় অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও অনেকে। রোববার (২৭ জুলাই) এসব মর্মান্তিক দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির জনপ্রিয় সংবাদমাধ্যম জিও নিউজ।
প্রতিবেদনে জানানো হয়, পাঞ্জাবের চাকওয়াল জেলার ধোক সিয়াল এলাকায় ইসলামাবাদ থেকে লাহোরগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মোটরওয়ের পাশে খাদে পড়ে যায়। দুর্ঘটনায় কমপক্ষে ৯ জন প্রাণ হারান, আহত হন অন্তত ৩১ জন। আহতদের কাল্লার কাহার ট্রমা সেন্টার এবং জেলা সদর হাসপাতাল (ডিএইচকিউ)–এ ভর্তি করা হয়েছে চিকিৎসার জন্য।
এদিকে, সিন্ধু প্রদেশের জামশোরো জেলাতেও আরেকটি সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
চাকওয়ালের দুর্ঘটনাটি নিয়ে পুলিশের একজন মুখপাত্র বলেন, বাস চালকের অবহেলার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে।
উল্লেখ্য, পাকিস্তানে প্রায়ই অনিয়ন্ত্রিত গতি, চালকদের অসাবধানতা ও সড়ক অবকাঠামোর দুর্বলতার কারণে এমন দুর্ঘটনা ঘটতে দেখা যায়।