খান ইউনিসে হামাসের হামলায় দুই ইসরায়েলি সেনা নিহত
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ০৫:১১ পিএম, ২৭ জুলাই ২০২৫

গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসে একটি সাঁজোয়া যান লক্ষ্য করে বিস্ফোরণ ঘটানোয় দুই ইসরায়েলি সেনা প্রাণ হারিয়েছেন। শনিবার (২৬ জুলাই) সন্ধ্যায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। রোববার সকালে তারা সেনা দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে।
নিহত সেনারা হলেন ক্যাপ্টেন আমির সাদ (২২) এবং সার্জেন্ট ইনন নুরিয়েল ভানা (২০)। উভয়েই ইসরায়েলি সেনাবাহিনীর গোলানি ব্রিগেডের নজরদারি ইউনিটে কর্মরত ছিলেন।
আইডিএফের প্রাথমিক তদন্ত অনুযায়ী, দুই সেনা একটি নামির মডেলের সাঁজোয়া যানে অবস্থান করছিলেন। সে সময় শক্তিশালী বিস্ফোরণের মাধ্যমে তাদের লক্ষ্য করা হয়।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, হামাসের যোদ্ধারা আগে থেকেই সুড়ঙ্গ ব্যবহার করে ওই এলাকায় পৌঁছায় এবং এপিসির চলাচলের রুটে বিস্ফোরক স্থাপন করে। যানটি সেখানে পৌঁছালে তা বিস্ফোরিত হয়। এতে দুই সেনা নিহত হন এবং আরও একজন কর্মকর্তা আহত হন।
এ ঘটনার পরপরই হামাসের যোদ্ধারা আরেকটি সাঁজোয়া যান লক্ষ্য করে বোমা ছোঁড়ে। তবে সেটি বিস্ফোরিত হয়নি এবং দ্বিতীয় যানে থাকা সেনাদের কেউ হতাহত হননি।
আইডিএফ জানিয়েছে, যে সাঁজোয়া যানে বিস্ফোরণ ঘটে সেটিতে কীভাবে বিস্ফোরক স্থাপন করা হয়েছিল, তা খুঁজে বের করতে তদন্ত চলছে।
এর আগে একইদিন, শনিবার, আহত অবস্থায় থাকা আরও এক সেনার মৃত্যু ঘটে।
সূত্র: টাইমস অব ইসরায়েল