বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভিড দূত ডেভিড নাবারোর মৃত্যু


বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভিড দূত ডেভিড নাবারোর মৃত্যু

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) কোভিড-১৯ বিষয়ক বিশেষ দূত ডেভিড নাবারো আর নেই। ৭৫ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন এই খ্যাতিমান ব্রিটিশ স্বাস্থ্য বিশেষজ্ঞ। শনিবার বিষয়টি নিশ্চিত করে এক বিবৃতি দিয়েছে ডব্লিউএইচও।

ডব্লিউএইচও মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেইয়েসুস এক্সে দেওয়া শোকবার্তায় লিখেছেন, "ডেভিড ছিলেন বৈশ্বিক স্বাস্থ্য ও স্বাস্থ্য-সমতা ব্যবস্থার কট্টর সমর্থক এবং অসংখ্য মানুষের জন্য এক প্রজ্ঞাবান উদার পরামর্শক।"

মহামারির শুরুতেই, ২০২০ সালে, ডব্লিউএইচওর কোভিড-১৯ সংক্রান্ত বিশেষ দূতের দায়িত্ব পান নাবারো। সেই সময় থেকে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছিলেন বৈশ্বিক মহামারি মোকাবিলায়।

একইসঙ্গে তিনি লন্ডনের ইম্পেরিয়াল কলেজের ইনস্টিটিউট অব গ্লোবাল হেলথ ইনোভেশনের সহ-পরিচালকের দায়িত্বেও নিযুক্ত ছিলেন।

২০২১ সালে, যখন কোভিড-১৯ মহামারি তীব্রতম পর্যায়ে পৌঁছায়, তখন তিনি বিশ্বজুড়ে সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান। বিশেষ করে দরিদ্র দেশগুলোকে সহায়তা দেওয়ার ওপর জোর দেন তিনি।

মহামারি চলাকালে নাবারো বলেছিলেন, "আমার পেশাজীবনে এমন স্বাস্থ্য সংকট আর কখনও দেখিনি।"

এর আগেও, ২০১৭ সালে, ডব্লিউএইচওর মহাপরিচালক পদে প্রার্থী হয়েছিলেন তিনি। তবে সে নির্বাচনে টেড্রোস আধানমের কাছে পরাজিত হন।

সূত্র: রয়টার্স

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×