সৌদিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৭ পাকিস্তানি ওমরাহযাত্রীর মৃত্যু


সৌদিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৭ পাকিস্তানি ওমরাহযাত্রীর মৃত্যু

সৌদি আরবে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সাতজন ওমরাহযাত্রী, যাঁরা সবাই পাকিস্তানি নাগরিক। নিহতদের মধ্যে চার শিশু রয়েছে। শনিবার (২৬ জুলাই) পাকিস্তানি সংবাদমাধ্যম এআরওয়াই নিউজ এ তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে জানানো হয়, নিহতরা সবাই খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বাসিন্দা। ১১ দিন আগে সৌদি আরবে ওমরাহ পালনের উদ্দেশ্যে পাড়ি জমান তাঁরা। সফরের এক পর্যায়ে, আজ শনিবার, তাঁরা ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হন। দুর্ঘটনায় পরিবারটির আরও পাঁচ সদস্য আহত হয়েছেন। নিহতদের জানাজা সৌদিতেই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তাঁদের স্বজনরা।

উল্লেখ্য, এর আগে চলতি বছর হজ পালনের সময় সৌদি আরবে আরও ১৮ পাকিস্তানি নাগরিকের মৃত্যু হয়। এদের বেশিরভাগই ছিলেন বয়স্ক, যাঁরা হৃদরোগসহ বিভিন্ন অসুস্থতায় ভুগে মারা যান। তাঁদের সবাইকে মদিনার জান্নাতুল বাকি কবরস্থানে দাফন করা হয়। গত বছর হজের সময় মৃত্যু হয়েছিল ৩৫ জন পাকিস্তানির।

সৌদি আরবে এ ধরনের প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা প্রায়ই ঘটে। ২০২৩ সালের ২৮ মার্চ এমন এক ঘটনায় প্রাণ হারান আটজন বাংলাদেশি ওমরাহযাত্রী। ওই দুর্ঘটনায় আহত হন আরও ১৮ জন। সবমিলিয়ে প্রাণহানির সংখ্যা দাঁড়ায় ২০ জনে।

সূত্র: এআরওয়াই নিউজ

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×