মুম্বাইয়ে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে গেল এয়ার ইন্ডিয়ার বিমান
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ০৫:৫৬ পিএম, ২১ জুলাই ২০২৫

ভারতের মুম্বাইয়ে ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ দুর্ঘটনার মুখ থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট। কেরালার কোচি থেকে ছেড়ে আসা বিমানটি সোমবার (২১ জুলাই) সকালে অবতরণের সময় বৃষ্টিভেজা রানওয়ে থেকে সরে গিয়ে ‘রানওয়ে এক্সকারশন’-এর শিকার হয়।
বিমানবন্দর কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, ফ্লাইটে থাকা সব যাত্রী ও ক্রু সদস্য নিরাপদে রয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, বিমানটির ডান পাশের ইঞ্জিনের বাইরের আবরণ বা ন্যাসেল ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পেছনের অংশে ঘাস লেগে ছিল, যা ইঙ্গিত দেয় যে সেটি রানওয়ের বাইরে নরম স্থানে গিয়ে লেগেছিল।
সরকারি সূত্রে জানানো হয়, বিমানটি নামার পর রানওয়ের এক পাশে সরে যায় এবং এর একটি চাকা পাশের ঘাসে উঠে যায়। এতে রানওয়ের তিনটি সাইনবোর্ড ও চারটি এজ লাইট ভেঙে যায়।
ঘটনার পর এয়ার ইন্ডিয়া জানায়, বিমানটি গ্রাউন্ডেড রাখা হয়েছে এবং ইঞ্জিনিয়ারিং বিভাগ তদন্ত শুরু করেছে।
ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর এক বিবৃতিতে জানায়, “২১ জুলাই সকাল ৯টা ২৭ মিনিটে কোচি থেকে আসা একটি ফ্লাইট রানওয়ে এক্সকারশনের শিকার হয়। সঙ্গে সঙ্গে আমাদের ইমার্জেন্সি রেসপন্স টিম সক্রিয় হয়ে যায়। বিমানে থাকা সকল যাত্রী ও ক্রু নিরাপদে আছেন।”
বিমানবন্দর কর্তৃপক্ষ আরও জানায়, রানওয়ে ০৯/২৭-এ কিছু ক্ষতি হলেও বিমান চলাচল সচল রাখতে বিকল্প রানওয়ে ১৪/৩২ ব্যবহৃত হচ্ছে।
“যাত্রী নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।”
প্রসঙ্গত, এই ঘটনা এমন এক সময় ঘটল, যখন ভারতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সম্প্রতি আহমেদাবাদে ঘটে যাওয়া এআই ১৭১ ফ্লাইট দুর্ঘটনার পর থেকে নিরাপত্তা বিধিমালা কঠোরভাবে পর্যালোচনা করছে। ওই ঘটনায় ২৫০ জনের বেশি যাত্রী নিহত হন।