পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৬ জনের, আহত ১২
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ০৫:৫৭ পিএম, ২০ জুলাই ২০২৫

সাপ্তাহিক ভ্রমণে বের হওয়া একটি বাস রোববার পাকিস্তানের সিন্ধু প্রদেশে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়, এতে প্রাণ হারিয়েছেন ছয়জন এবং আহত হয়েছেন অন্তত ১২ জন।
স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী সংস্থাগুলোর বরাতে জানা গেছে, থাত্তা জেলার মাকলি এলাকায় থাত্তা বাইপাসের কাছে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে খাদে পড়ে যায়। খবর পাওয়ার পর পরই উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করে।
উদ্ধার সেবাদানকারী সংস্থা এক বিবৃতিতে জানায়, নিহত ছয়জনের মরদেহ প্রাথমিকভাবে ওরাঙ্গি টাউনের একটি মর্গে রাখা হয়েছিল। পরে সেগুলো স্থানান্তর করা হয় করাচির সোহরাব গোথে অবস্থিত এধির মর্গে।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস অফ পাকিস্তানের তথ্য অনুযায়ী, দুর্ঘটনার সময় বাসটি করাচি থেকে কিঞ্জার লেকের উদ্দেশ্যে যাত্রা করছিল। একটি বাঁক নেওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি উল্টে যায়। এতে ছয় যাত্রী নিহত হন এবং বেশ কয়েকজন আহত হন।
আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসা সংশ্লিষ্ট সূত্র। তারা বর্তমানে করাচির বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।
সূত্র: ডন