আলফ্রেড পরিণত নিম্নচাপে, প্রবল বৃষ্টির শঙ্কা
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ০১:৩৬ পিএম, ০৮ মার্চ ২০২৫

ঘূর্ণিঝড় আলফ্রেড দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হলেও অস্ট্রেলিয়ার দক্ষিণ-পূর্ব কুইন্সল্যান্ডে প্রায় আড়াই লাখ বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে।
এবিসি নিউজ বলছে, ‘রাজ্যের মূল ভূখণ্ডের অনেক বাড়িঘর ঝড়ো বাতাসের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে, অন্যদিকে সাগর থেকে একটি বিশাল ঝড়ো জলোচ্ছ্বাসের আশঙ্কা প্রশমিত হয়েছে।
তবে কর্তৃপক্ষ বন্যা ও বজ্রপাতের প্রভাব নিয়ে উদ্বিগ্ন, যা আরও ক্ষতিকারক বাতাস এবং ভারি বৃষ্টি ঝরাতে পারে।
আবহাওয়া বিভাগের ম্যাথিউ কলোপি বলছেন, ‘আগামী ৪৮ ঘণ্টায় কোনো কোনো এলাকায় ৮০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে।’
‘আপাতত উদ্বেগ ভারি বৃষ্টি নিয়ে।’
দক্ষিণ-পূর্ব কুইন্সল্যান্ডে ঘূর্ণিঝড়ের আঘাত হানাকে বিরল হিসেবে দেখা হয়। এখন পর্যন্ত গাছ উপড়ে পড়ার ঘটনা রয়েছে, যা বিদ্যুৎ লাইন, গাড়ি ও বাড়িঘরের ক্ষতি করেছে।
প্রিমিয়ার ডেভিড ক্রিসাফুলি বলেন, ‘আমরা এখন বিদ্যুৎহীন ১০ লাখ বাড়িঘরের দিকে নজর দিচ্ছি।’
তিনি বলেন, ‘২০১৩ সালে কুইন্সল্যান্ডে ঘূর্ণিঝড় অসওয়াল্ড আঘাত হানার পর গত এক দশকের মধ্যে এবারই সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।’
ভাঙন-বন্যার উদ্বেগ কাটেনি:
উপকূলীয় ভাঙন খেয়ে ফেলছে গোল্ড কোস্টের আইকনিক সৈকতগুলোকে। তবে রাজ্যে কোনও প্রাণহানি বা নিখোঁজ হওয়ার তথ্য নথিভুক্ত হয়নি।
আবহাওয়া বিভাগের মতো কর্তৃপক্ষ এখনো ভারি বৃষ্টিপাত নিয়ে উদ্বিগ্ন।
কুইন্সল্যান্ড পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার শেন চেলেপি বলেন, “এর ফলে দ্রুত হড়কাবান দেখা দিতে পারে, যাতে অজান্তেই আটকা পড়তে পারেন গাড়ি চালকরা।
‘এই হড়কাবান এখন জীবনের জন্য উল্লেখযোগ্য ঝুঁকি তৈরি করতে পারে, বিশেষ করে আপনি যদি বানের পানিতে গাড়ি চালান বা সেই বানের পানিতে খেলা করেন।”
দোকানপাট কি এখনো খোলা আছে:
মুদি দোকান ও খুচরা দোকান কখন খোলা হবে তা নিয়ে ভাবনায় রয়েছেন দক্ষিণ-পূর্ব কুইন্সল্যান্ডের অনেক বাসিন্দা।
সুপারমার্কেট চেইন কোলস ক্ষতিগ্রস্ত বিপণিবিতান চালুর জন্য কাজ করছে। যত তাড়াতাড়ি নিরাপদ বলে মনে হবে, কর্মী আর বিদ্যুৎ পেলে তারা দোকান চালু করবে।
তুওম্বা অঞ্চলের দোকানগুলো ইতোমধ্যে চালু হয়েছে এবং সুপারমার্কেট ব্যবস্থাপকরা দক্ষিণ-পূর্ব কুইন্সল্যান্ডের বাকি অংশ এবং উত্তর নিউ সাউথ ওয়েলসের কিছু অংশে বিপণিবিতান খোলা যায় কি না তা মূল্যায়ন করছেন।
কোলসের এক মুখপাত্র বলেন, “চলমান পরিস্থিতিতে ধৈর্য ধরার জন্য কমিউনিটিকে আমরা ধন্যবাদ জানাতে চাই। আমাদের দল আমাদের বিতানগুলো খোলার বিষয়ে কঠোর পরিশ্রম করছেন।’
‘আমরা সরকার, স্থানীয় কর্তৃপক্ষ এবং জরুরি পরিষেবাগুলোর সঙ্গে নিবিড়ভাবে কাজ চালিয়ে যাচ্ছি; যাতে যত তাড়াতাড়ি নিরাপদ হবে, তত তাড়াতাড়ি আমরা দোকান চালু করতে পারি।’
স্কুলের বিষয়ে সিদ্ধান্ত নেই:
ঘূর্ণিঝড় আলফ্রেড দুর্বল হয়ে শনিবার (৮ মার্চ) সকাল ৬টায় নিম্নচাপে রূপ নিয়েছে। সকাল সাড়ে ৭টা নাগাদ তা ব্রিবি দ্বীপের উপকূলের কাছে অবস্থান করছিল; অগ্রসর হচ্ছিল উত্তর-উত্তর-পশ্চিম দিকে।
শুক্রবার (৭ মার্চ) মধ্যরাতের ঠিক আগে মোরটন দ্বীপে ঢুকে পড়ার পর এটি ক্যাটাগরি টু থেকে ক্যাটাগরি ওয়ানে নেমে আসে, রাত ১টার দিকে দ্বীপের মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার আগে ঝড়টি আরও দুর্বল হয়ে পড়ে।
সোমবার (১০ মার্চ) দক্ষিণ-পূর্বাঞ্চলের স্কুলগুলো চালু হবে কি না এমন প্রশ্নের উত্তরে ক্রিসাফুলি বলেন, ‘রোববার (৯ মার্চ) তা ঘোষণা করা হবে।