মামলার হুমকি শিল্পা শেঠির
- বিনোদন ডেস্ক
- প্রকাশঃ ১১:৩৮ এম, ২৭ সেপ্টেম্বর ২০২৫

বলিউড তারকা শিল্পা শেঠি ও তার স্বামী রাজ কুন্দ্রা আইনি জটিলতার জালে আটকে গেছেন। গত কয়েক বছরে একের পর এক মামলার সঙ্গে জড়িত এই দম্পতি এবার নতুন একটি আইনি সমস্যার মুখোমুখি হয়েছেন। তাদের বিরুদ্ধে ৬০ কোটি টাকা প্রতারণার অভিযোগ উঠেছে।
এই অভিযোগ দায়ের করেছেন লোটাস ক্যাপিটাল ফিন্যান্সিয়াল সার্ভিসের ডিরেক্টর দীপক কোঠারি। তিনি দাবি করেছেন, শিল্পা ও রাজের বন্ধ হয়ে যাওয়া সংস্থা ‘বেস্ট ডিল টিভি প্রাইভেট লিমিটেড’-এ তিনি ৬০ কোটি টাকা বিনিয়োগ করেছিলেন, যা ব্যক্তিগত স্বার্থের জন্য তারা আত্মসাৎ করেছেন।
ভারতের আনন্দবাজার, আজকালসহ বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, এই অভিযোগের পর থেকে বলিউডের পাশাপাশি নেটিজেন ও সংবাদকর্মীরা শিল্পা ও রাজ কুন্দ্রাকে নিয়ে নানারকম নেতিবাচক মন্তব্য করেছেন। শিল্পা শেঠি এই মানহানিকর প্রচেষ্টার বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন এবং ভুল তথ্য প্রচার করা সংবাদমাধ্যম ও ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুমকি দিয়েছেন।
শিল্পার আইনজীবী দাবি করেছেন, “আমার মক্কেল কারও কাছ থেকে কোনো টাকা নেননি। তাঁর নামে যে ভুল তথ্য ছড়ানো হচ্ছে, তাদের বিরুদ্ধে আমরা কঠোর পদক্ষেপ নেব। কোথা থেকে এ ধরনের খবর আসছে, তা খুঁজে দেখছি। যারা আমার মক্কেলের মানহানি করছে, তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হবে। বর্তমানে মামলা বিচারাধীন, তাই এ সম্পর্কে বেশি কিছু বলা যাচ্ছে না।”