নতুন লুকে ঝড় তুললেন পূর্ণিমা
- বিনোদন ডেস্ক
- প্রকাশঃ ১০:০৫ এম, ২০ সেপ্টেম্বর ২০২৫

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পূর্ণিমা আবারও আলোচনায়। বয়সকে শুধু সংখ্যা প্রমাণ করে নব্বই দশকের শেষ থেকে এখনো তিনি দর্শকের হৃদয়ে সমানভাবে জায়গা ধরে রেখেছেন। সম্প্রতি তার নতুন লুক সামাজিক মাধ্যমে প্রকাশ হতেই ভক্তদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।
পূর্ণিমা তার অফিসিয়াল ফেসবুক পেজে কয়েকটি ছবি শেয়ার করেন, যেখানে তাকে দেখা যায় একদম নতুন রূপে। সিল্কি কালো পোশাক, ব্রাউন রঙ করা চুলে ওয়েভি স্টাইল আর প্রাণবন্ত হাসি যেন তার লাবণ্য আরও বাড়িয়ে দিয়েছে। ছবির ক্যাপশনে তিনি লেখেন, “আমার নতুন লুক; আর নতুন লুক মানেই নতুন ভাইব।”
ছবিগুলো ঘিরে মন্তব্য ঘরে জমেছে ভক্তদের ভালোবাসা ও প্রশংসা। কেউ লিখেছেন, “আপনি আগের মতোই সুন্দর”, আবার কেউ লিখেছেন, “একটুও বয়স বাড়েনি।” অনেকে তার ফ্যাশন সেন্স ও স্টাইলেরও প্রশংসা করেছেন।
২০০৩ সালে যৌথ প্রযোজনার ছবি ‘মনের মাঝে তুমি’ দিয়ে পূর্ণিমা তুমুল জনপ্রিয়তা পান। এরপর ২০০৬ সালে এস এ হক অলিক পরিচালিত ‘হৃদয়ের কথা’ ছবিতেও তার অভিনয় দর্শকদের মন জয় করে নেয়।