বাংলাদেশে মুক্তি পাচ্ছে আলোচিত সিনেমা ‘বাড়ির নাম শাহানা’
- বিনোদন ডেস্ক
- প্রকাশঃ ০৫:৪৩ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০২৫

অবশেষে বাংলাদেশে মুক্তির অপেক্ষায় আলোচিত সিনেমা ‘বাড়ির নাম শাহানা’। লীসা গাজীর পরিচালনায় গুপী বাঘা প্রোডাকশনস লিমিটেড ও কমলা কালেক্টিভের যৌথ প্রযোজনায় নির্মিত এই চলচ্চিত্রের মুক্তির খবর জানানো হয়েছে প্রযোজনা সংস্থার অফিসিয়াল ফেসবুক পেজে, সোমবার (১৫ সেপ্টেম্বর) রাতে।
সত্য ঘটনা অবলম্বনে নির্মিত সিনেমাটিতে নব্বই দশকের এক রক্ষণশীল পরিবারের নারী চরিত্রের সংগ্রাম ফুটিয়ে তোলা হয়েছে। কেন্দ্রীয় চরিত্র দীপা, বিচ্ছেদের পর সমাজ ও পরিবারের নিয়ন্ত্রণ থেকে বেরিয়ে স্বাধীনভাবে নিজের মতো করে বাঁচতে চায়। সামাজিক কুসংস্কার ও গোঁড়ামিকে অস্বীকার করে বেঁচে থাকার এই লড়াইই সিনেমার মূল কাহিনি।
ইতোমধ্যেই ‘বাড়ির নাম শাহানা’ আন্তর্জাতিক অঙ্গনে সাড়া ফেলেছে। লন্ডন, শিকাগো, মেলবোর্ন, বার্মিংহাম, রোম ও মুম্বাইয়ের প্রেক্ষাগৃহে প্রদর্শিত হয়ে প্রশংসা কুড়িয়েছে এটি। সিনেমার বেশিরভাগ দৃশ্য ধারণ করা হয়েছে বাংলাদেশের একটি মফস্বল শহরে, আর কিছু অংশের শুটিং হয়েছে যুক্তরাজ্যে। সময় ও প্রেক্ষাপটের যথার্থতা রক্ষায় সিনেমাটি ডাবিং ছাড়াই অন-লোকেশন সাউন্ডে নির্মিত হয়েছে।
নিজের অনুভূতি জানাতে গিয়ে পরিচালক লীসা গাজী বলেন, আমার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বাড়ির নাম শাহানা’ সিনেমাপ্রেমী দর্শকদের সামনে আনার সুযোগ পেয়ে আমি আপ্লুত। তিনি আরও যোগ করেন, এটি জীবনের জয়গানের গল্প। দর্শকরা পরিবার-পরিজন, বন্ধুবান্ধব নিয়ে এসে সিনেমাটি দেখুক এই আমাদের একমাত্র কামনা।
কেন্দ্রীয় চরিত্র দীপার ভূমিকায় অভিনয় করেছেন আনান সিদ্দীকা, যিনি পরিচালক লীসা গাজীর সঙ্গে যৌথভাবে চিত্রনাট্যও লিখেছেন। এছাড়া সিনেমাটিতে অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, লুৎফর রহমান জর্জ, ইরেশ যাকেরসহ আরও কয়েকজন খ্যাতিমান শিল্পী।