ঢালিউডের ‘স্বপ্নের নায়ক’ সালমান শাহর ৫৪তম জন্মদিন আজ


ঢালিউডের ‘স্বপ্নের নায়ক’ সালমান শাহর ৫৪তম জন্মদিন আজ

আজ ঢালিউডের ‘স্বপ্নের নায়ক’ সালমান শাহর ৫৪তম জন্মদিন। ১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর সিলেটের জকিগঞ্জে জন্মগ্রহণ করেন জনপ্রিয় এই অভিনেতা। মাত্র ২৫ বছর বয়সে, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর তিনি মারা যান।

অল্প কয়েক বছরের চলচ্চিত্র ক্যারিয়ারেই তিনি দর্শক হৃদয়ে অমোচনীয় ছাপ ফেলেছিলেন। তার অভিনয়ের প্রভাব এতটাই গভীর যে, মৃত্যুর বহু বছর পরও সালমান শাহর খ্যাতি একইভাবে আকাশছোঁয়া রয়ে গেছে। পরবর্তী প্রজন্মের অনেক ঢালিউড নায়কই তাকে তাদের প্রধান অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করেছেন।

মাত্র চার বছরে তিনি ২৭টি চলচ্চিত্রে অভিনয় করেন। ১৯৯৩ সালে মুক্তি পাওয়া ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছিল তার প্রথম সিনেমা। এই ছবিতেই অভিষেকেই অভিনয়গুণে বাজিমাত করেন এবং দর্শকের ভালোবাসা অর্জন করেন। নব্বইয়ের দশকে তাকে শ্রেষ্ঠ নায়কদের একজন হিসেবে বিবেচনা করেন দর্শক ও সিনেমাপ্রেমীরা। অল্প সময়ের উপস্থিতি হলেও তিনি নিজেকে অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছিলেন।

তার প্রকৃত নাম ছিল শাহরিয়ার চৌধুরী ইমন। তিনি ছিলেন কমর উদ্দিন চৌধুরী ও নীলা চৌধুরীর সন্তান। অভিনয় জীবনের সূচনা করেন ছোটপর্দা থেকে। তিনি অভিনয় করেন ‘আকাশছোঁয়া’, ‘দোয়েল’, ‘সব পাখি ঘরে ফেরে’, ‘সৈকতে সারস’, ‘নয়ন’ ও ‘স্বপ্নের পৃথিবী’-সহ একাধিক নাটকে।

এ ছাড়া তিনি বিভিন্ন বিজ্ঞাপনচিত্রেও কাজ করেছেন। তার শেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল ‘বুকের ভেতর আগুন’। চিত্রনায়িকা শাবনূরের সঙ্গে তিনি সর্বাধিক ১৩টি সিনেমায় জুটি বেঁধে কাজ করেন।

সালমান শাহর অবদান ও জনপ্রিয়তা আজও ঢাকাই চলচ্চিত্রের জন্য এক উজ্জ্বল স্বীকৃতি এবং পরবর্তী প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে আছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×